পুরনো পণ্য কেনার অনলাইন প্লাটফর্ম সোয়্যাপের যাত্রা

নিজস্ব প্রতিবেদক

ব্যবহূত বা পুরনো পণ্য কেনার দেশীয় অনলাইন প্লাটফর্ম সোয়্যাপ ডটকম ডটবিডি যাত্রা করেছে প্লাটফর্মটির বিশেষত্ব হলো কোনো তৃতীয় পক্ষ নয়, সোয়্যাপ কর্তৃপক্ষই বিক্রেতার কাছ থেকে পণ্য কিনে নেবে এবং পরে যাচাই-বাছাই শেষে পুরনো পণ্যগুলো নিজেদের অনলাইন প্লাটফর্মে বিক্রি করবে

বিষয়ে সোয়্যাপ ডটকম ডটবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ হোসেন বলেন, বিক্রেতারা ঘরে কিংবা অফিসে বসে নিজের পুরনো পণ্য আমাদের প্লাটফর্মে আপলোড করে বিক্রি করতে পারবেন পণ্য আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে কিনে নেয়া হবে দেশে ধরনের সেবা এটিই প্রথম প্রাথমিকভাবে ১০টি ক্যাটাগরির পণ্য কিনবে সোয়্যাপ তবে শিগগিরই ক্যাটাগরির সংখ্যা বাড়ানো হবে এখন যে ক্যাটাগরির পণ্য কেনা হচ্ছে সেগুলো হলোস্মার্টফোন, গাড়ি, মোটরসাইকেল, ট্যাব, স্মার্টওয়াচ, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, এসি পুরনো আসবাবপত্র

সোয়্যাপ প্লাটফর্মে পুরনো পণ্য বিক্রির জন্য গ্রাহককে .িংধিঢ়.পড়স.নফ ওয়েবসাাইটে প্রবেশ করে পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিতে হবে সোয়্যাপের মূল্যনির্ধারক দল ওই তথ্যের পাশাপাশি পণ্য যাচাই-বাছাই সাপেক্ষে মূল্যনির্ধারণ করবে বিক্রেতা ওই মূল্যে পণ্য বিক্রয়ে রাজি হলে পণ্যটি প্রদত্ত ঠিকানা থেকে মূল্য পরিশোধ সাপেক্ষে সংগ্রহ করবে সোয়্যাপ পুরনো পণ্য বিক্রয়ের পাশাপাশি বিক্রেতাদের সোয়্যাপ প্লাটফর্মে বিনিময় এবং উপহার কার্ড জিতে নেয়ার সুযোগ রাখা হয়েছে উদ্যোক্তাদের দাবি, সোয়্যাপ দেশের -কমার্সকে আরো টেকসই করবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন