রংপুরে কুকুরের উপদ্রব

১৮ দিনে ভ্যাকসিন নিয়েছেন ২৪০ জন

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

চঞ্চল স্বভাবের দেড় বছরের পুত্র আয়ানকে নিয়ে পরিবারের সদস্যরা সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকেন কারণ ফেব্রুয়ারি আয়ানকে কুকুর আঁচড় দেয় এজন্য অভিভাবকদের মধ্যে অস্থিরতার পাশাপাশি জলাতঙ্কের ভয় দেখা দিয়েছে ঘটনার পরই ভ্যাকসিন দিলেও দ্বিতীয়বার তারিখ মিসড হয় তাই ভ্যাকসিনেরর নির্দিষ্ট ডোজ পূর্ণ না হওয়ায় পুনরায় জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন দিতে আয়ানকে নিয়ে সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখায় এসেছেন পিতা লুত্ফর রহমান তারা রংপুর সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডের মুলাঠোল এলাকার বাসিন্দা

গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের বাসিন্দা আলাল হোসেনের স্ত্রী আছিয়া বেগম (৫০) বিভিন্ন রোগব্যাধিতে অনেকটা অচল তিনি উপরন্তু ১৭ ফেব্রুয়ারি বিকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল কুকুরের হামলার শিকার হন সময় একটি কুকুর পায়ে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে

শুধু শিশু আয়ান এবং বৃদ্ধা আছিয়া নন, সম্প্রতি রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখায়

দেখা গেছে, কুকুরের আক্রমণে এমন অনেক রোগী এসেছেন জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নেয়ার জন্য

স্বাস্থ্য শাখা সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ১৮ তারিখ দুপুর পর্যন্ত এখানেই বিভিন্ন বয়সের ২৪০ জন র্যাবিক্স ভ্যাকসিন গ্রহণ করেছেন গড়ে প্রতিদিন ১৩ জনেরও বেশি মানুষ কুকুরের হামলার শিকার হচ্ছেন এছাড়া ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত পাঁচ মাসে ৮০০ জন ভুক্তভোগী ভ্যাকসিন গ্রহণ করেছেন এর বাইরে অনেকে বেসরকারিভাবেও ভ্যাকসিন নিয়ে থাকেন, যার কোনো পরিসংখ্যান নেই তাই ভ্যাকসিন গ্রহণের প্রকৃত সংখ্যাটি আরো অনেক বেশি

কুকুরের আতঙ্কে থাকা স্থানীয়রা বণিক বার্তাকে বলেন, পাড়া, মহল্লা, অলিগলি এবং সড়কে কুকুরের জটলা লেগেই থাকে এতে জরুরি প্রয়োজনেও এখন ঘর থেকে বের হতে পারি না কয়েক বছর আগেও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হতো না সিটি করপোরেশন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুকুর নিধন বন্ধ করার পর থেকে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে

রংপুর সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল কাইয়ূম বলেন, হাইকোর্টের নিষেধ থাকায় প্রায় পাঁচ বছর ধরে সিটি করপোরেশন থেকে কুকুর নিধন বন্ধ আছে তবে কুকুরের জলাতঙ্ক জীবাণু ধ্বংসের জন্য ২০১৮ সালের ডিসেম্বরে ম্যাক্স ডগ ভ্যাকসিনেশন কর্মসূচির অধীনে কুকুরকে ভ্যাকসিন দেয়া হয় কুকুরের দেহে এটি কার্যকর থাকে এক বছর তবে কার্যক্রমটি মাত্র ১৫ দিন স্থায়ী হয়

পরিবেশ মানবাধিকার সংগঠন মাপা বাংলাদেশের প্রধান নির্বাহী অ্যাডভোকেট মুনীর চৌধুরী বলেন, জনস্বাস্থ্য জননিরাপত্তা যদি হুমকির মুখোমুখি হয়, তাহলে কুকুরকে চিহ্নিত করে মেরে ফেলার মতো সুচিন্তিত পদক্ষেপ নেয়া যেতে পারে নিষ্ঠুরতা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং বন্যপ্রাণী সংরক্ষণে উচ্চ আদালত কুকুর নিধন বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন

রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, হাইকোর্টের নিষেধ থাকায় কুকুর নিধন করা যাচ্ছে না কুকুরের আক্রমণের শিকার অনেকেই আমার কাছে আসেন, কিন্তু আদালতের আদেশ থাকায় কার্যকর ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না কুকুরকে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হলেও তা বর্তমানে কার্যকর নেই কারণ ভ্যাকসিন দেয়া কুকুরকে দীর্ঘসময় চিহ্নিত করে রাখা খুবই কঠিন কাজ বলে তিনি দাবি করেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন