মার্চে তুরস্ক-কেনিয়া দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর

বণিক বার্তা ডেস্ক

আগামী মাসে কেনিয়া তুরস্ক পরস্পরের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানিয়েছেন নাইরোবিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত আহমেত কেমিল মিরগলু এছাড়া কৃষি খাতে দুই দেশ পরস্পরের সহযোগিতা বৃদ্ধি করতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি খবর আনাদোলু

আহমেত কেমিল মিরগলু এক সাক্ষাত্কারে বলেন, আমরা আশা করি চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের অর্থনৈতিক বাণিজ্য সহযোগিতা আরো বৃদ্ধি করতে কেনিয়া সহযোগিতা করবে তুরস্কের সঙ্গে কেনিয়ার ঐতিহাসিকভাবে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান

আঙ্কারার সঙ্গে নাইরোবির সম্পর্কের শুরু ১৯৬৭ সালে এবং পূর্ব আফ্রিকার দেশটিতে ১৯৬৮ সালে প্রথম দূতাবাস স্থাপন করে তুরস্ক মিরগলু আরো বলেন, মার্চের শেষের দিকে অনুষ্ঠিত বার্ষিক আন্তালিয়া কূটনৈতিক সম্মেলনে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কোয়াত্তা পররাষ্ট্রমন্ত্রী রাইখিল্লে ওমানোকে আমন্ত্রণ জানিয়েছে তুরস্ক রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, দুই দেশের এখন নিরাপত্তা ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করছে কেনিয়া সাম্প্রতিক সময়ে আল কায়েদা সমর্থিত সোমালিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে কেনিয়া তুরস্ক উভয়ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত দুই দেশ এখন উষ্ণ বাণিজ্য সম্পর্ক উপভোগ করছে ফলে ২০০৫ সালে বিদ্যমান কোটি ২০ লাখ মার্কিন ডলার বাণিজ্যের ব্যাপ্তি ২০১৯ সালে ২৩ দশমিক ৫০ লাখ ডলারে উন্নীত হয়

উল্লেখ্য, তুরস্কের মেট্রোপলিটন শহর ইস্তাম্বুল থেকে প্রতিদিন নাইরোবিতে তুর্কি এয়ারলাইনসের বিমান ছাড়াও প্রতি সপ্তাহে তুরস্কের পতাকাবাহী পাঁচটি ফ্লাইট কেনিয়ার পর্যটন নগরী মমবাসাতে চলাচল করে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন