সিলেট শহীদমিনার কমপ্লেক্স

চালু হয়নি মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহশালা

দেবাশীষ দেবু সিলেট

সিলেট কেন্দ্রীয় শহীদমিনার কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহশালা পাঠাগার চালুর কথা ছিল ২০১৪ সালে কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় এখনো চালু করা যায়নি সংগ্রহশালা পাঠাগার

সিলেট কেন্দ্রীয় শহীদমিনার নির্মাণ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) শহীদমিনার কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহশালা পাঠাগারও নির্মাণ করছে প্রতিষ্ঠানটি সংগ্রহশালা পাঠাগার নির্মাণ এবং ব্যবস্থাপনার সহযোগিতায় সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করেছিল সিটি করপোরেশন দীর্ঘদিনেও এটি বাস্তবায়িত না হওয়ায় সিসিক ওই কমিটির সদস্যরা একে অন্যকে দোষারোপ করছেন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন শহীদমিনার নির্মাণের সময় শহীদমিনারের নিচে (আন্ডারগ্রাউন্ড) তিন হাজার স্কয়ার ফুট জায়গায় ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের স্মারক, স্মৃতিচিহ্ন, আলোকচিত্রসংবলিত একটি সংগ্রহশালা এবং পাঠাগার নির্মাণের উদ্যোগ নেয়া হয় সংগ্রহশালা পাঠাগার নির্মাণে ব্যয় করা হয় কোটি টাকা আজ পর্যন্ত এটি চালু না হওয়ায় বিপুল পরিমাণ অর্থের ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে

২০১৪ সালে শহীদমিনার উদ্বোধনকালে সংশ্লিষ্টরা বলেছিলেন, দ্রুত সময়ের মধ্যেই মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহশালা পাঠাগার নির্মাণকাজ শেষ হবে তবে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই বন্ধ হয়ে পড়ে সংগ্রহশালা পাঠাগার নির্মাণের কাজ

শহীদমিনার কমপ্লেক্সের ভবনের দেয়াল চুইয়ে পানি ভেতরে প্রবেশ করে তাই ত্রুটি না সারিয়ে এটি চালু করা যাবে না বলে তখন জানিয়েছে সিসিক এরই পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে আবারো শুরু হয় পাঠাগার সংগ্রহশালার নির্মাণকাজ ওই সময় সিসিকের তত্কালীন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেছিলেন, শহীদমিনারের বাইরে কোনো কাজ বাকি নেই ভেতরে পাঠাগার সংগ্রহশালার কাজ চলছে আগামী দু-তিন মাসের মধ্যে কাজ শেষ হবে

২০১৭ সালে সংগ্রহশালা পাঠাগারের জন্য কিছু আসবাবও তৈরি করা হয় এরপর অজ্ঞাত কারণে আটকে যায় কাজ

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু বলেন, আমাদের দাবি ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের সংগ্রহশালা পাঠাগার নির্মাণের কিন্তু ২০১৭ সালের পর ব্যাপারে সিসিকের পক্ষ থেকে আর কোনো সভা করা হয়নি এমনকি এটির নির্মাণকাজের অগ্রগতির ব্যাপারেও আমাদের অবগত করা হয়নি সিসিক কর্তৃপক্ষ নামমাত্র একটি কমিটি করে দেয় তখন বাস্তবে সংগ্রহশালা পাঠাগার নির্মাণকাজে কমিটির কাউকে জড়িত করেনি সিসিক মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের সংগ্রহশালা পাঠাগার নির্মাণের কাজ শেষ করতে হবে ব্যাপারে মেয়রের সঙ্গে কথা বলে আমরা আন্দোলনে যাব

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, এই সংগ্রহশালা পাঠাগারের কাজ প্রায় শেষ সংগ্রহশালার ছবি বাছাইয়ের কাজ শুধু বাকি রয়েছে মেয়র ছবি বাছাইয়ের কাজ করে দিলেই হয়ে যাবে

সংগ্রহশালা পাঠাগার বাস্তবায়ন কমিটির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কমিটির যারা আছেন তারা দায়িত্ব পালন করেন না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন