৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে লিন্ডে বিডি

নিজস্ব প্রতিবেদক

 ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৫ টাকা ৯৬ পয়সা ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৫ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৯৩ টাকা ৯০ পয়সা

সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনার জন্য ২৩ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ কোম্পানিটি এজিএমের সময় স্থান পরে জানাবে

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিন্ডে বিডি ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৪০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছিল ওই হিসাব বছর শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশও দিয়েছিল তারা এছাড়া ২০১৬ ২০১৫ হিসাব বছরে ৩১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন