রফতানিতে কারিগরি বাধা দূরীকরণে চেষ্টা অব্যাহত রয়েছে —ড. গওহর রিজভী

নিজস্ব প্রতিবেদক

 রফতানি বাণিজ্য সম্প্রসারণে কারিগরি বাধা দূরীকরণে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা প্রফেসর . গওহর রিজভী গতকাল তেজগাঁওস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রধান কার্যালয়ে বিএসটিআই কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আল-আমীনসহ বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সময় বিএসটিআই প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন . গওহর রিজভী

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রফতানি বাণিজ্য বৃদ্ধিতে যেসব কারিগরি বাধা রয়েছে, তা দূরীকরণে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের বাজারে বিএসটিআইয়ের পরীক্ষণ সনদ দ্বারা ২১টি পণ্য বিনা বাধায় সে দেশের বাজারে রফতানির সুযোগ সৃষ্টি করা হয়েছে শিগগিরই আরো ১২টি পণ্যের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে পর্যায়ক্রমে বিএসটিআই হতে পরীক্ষিত সব পণ্যের ক্ষেত্রে যাতে সুযোগ সৃষ্টি করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে

মতবিনিময় সভায় বিএসটিআইয়ের মহাপরিচালক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে গত এক বছরে পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই কর্তৃক গৃহীত নানামুখী পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরেন পরিপ্রেক্ষিতে সরকারের যাবতীয় সহাযোগিতা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএসটিআই মহাপরিচালককে আশ্বস্ত করেন মতবিনিময় সভা শেষে তিনি বিএসটিআইয়ের বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন