‘স্বাধীনতাকে ভয় পাওয়ার কিছু নেই’

মুম্বাই মিররকে দেয়া সাক্ষাত্কারে নির্মাতা নন্দিতা দাস

ফিচার প্রতিবেদক

অভিনেত্রী পরিচালক নন্দিতা দাস সম্প্রতি মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাত্কারে কথা বলেছেন তার আলোচিত ছবি মান্টো, ভবিষ্যৎ পরিকল্পনা সরকারি সেন্সরশিপ প্রসঙ্গে

আপনার সর্বশেষ ছবি মান্টো সমালোচকদের প্রশংসা পেলেও বাণিজ্যিকভাবে সফল হয়নি এর কারণ কী বলে আপনার মনে হয়?

স্বতন্ত্র ধারার চলচ্চিত্র নির্মাণ করা কঠিন এবং তার চেয়েও কঠিন বাজারজাত করা এসব ছবি অপর্যাপ্ত ভুল মার্কেটিং কৌশলের কারণে ভালো ব্যবসা করতে পারে না একটা ধারণা প্রচলিত আছে, উৎসবের ছবি বক্স-অফিসে ভালো করতে পারে না ধরনের ছবির দর্শক সংখ্যা অল্প, কিন্তু প্রকৃত বিচার সংখ্যাটা একেবারে কম নয় দর্শকদের কাছে পৌঁছতে পারে না, কারণ ছবিগুলো পর্যাপ্ত সংখ্যক হল পায় না এবং মার্কেটিংয়ের অভাব এখানে আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না পরিচালকের প্যাশন বাণিজ্যের মধ্যে বিরোধ চিরকালীন মান্টো ডিজিটাল প্লাটফর্মে প্রদর্শিত হচ্ছে এবং দুনিয়ার বিভিন্ন প্রান্তের দর্শকদের উষ্ণ সাড়া পাওয়া যাচ্ছে

ফিরাক মান্টো ছবির মধ্যে ব্যবধান ১০ বছরের আপনার পরবর্তী ছবি এর চেয়ে কম সময়ে আসবেএমনটা কি আশা করা যায়?

আমি এখন কিছু চিত্রনাট্য পড়ছি এখন প্রচুর কাজ হচ্ছে আমি কখনো তাড়াহুড়ো করি না এখন কয়েকটি প্রকল্প নিয়ে এগোচ্ছিপূর্ণদৈর্ঘ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং নন-ফিকশন কাজ কিন্তু আমি কখনো পরিচালক হতে চাইনি আমি তখনই কোনো ছবি নির্মাণ করি, যখন মনে হয় গল্পটা অবশ্যই বলা প্রয়োজন

আপনি ভারতের মোদি সরকার এবং এর বিভিন্ন নীতির সমালোচক সম্প্রতি গোয়া রাজ্যের সরকার বলেছে, তারা তাদের রাজ্যে কোনো ছবির শুটিংয়ের অনুমতি দেয়ার আগে তার চিত্রনাট্য যাচাই বাছাই করবে একজন সৃষ্টিশীল মানুষের জন্য কি এটা এক ধরনের নিয়ন্ত্রিত পরিবেশ?

আমি সবসময়ই সেন্সরশিপের বিরুদ্ধে দেশের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ তা কী করে কয়েকজন মানুষ ঠিক করতে পারে! ভারতে রাষ্ট্রীয় সেন্সরশিপ নতুন কিছু নয়, তবে এবার আমরা প্রশ্ন তুলছি এর যথেচ্ছা প্রয়োগ নিয়ে সংস্কৃতির স্বঘোষিত রক্ষকর্তারা আমাদের নির্দেশনা দিচ্ছেন আমরা কী পড়ব, খাব কিংবা দেখব আমরা বুঝতে পারছি না যে আমাদের নীরবতা নৈতিক পুলিশিকে বৈধতা দিচ্ছে

আমি দৃঢ়ভাবে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে যুগে ইন্টারনেট আমাদের ভালো, মন্দ, কুিসত সবকিছুর কাছেই অবাধে পৌঁছে দিচ্ছে; এমন পরিস্থিতিতে চলচ্চিত্রে সেন্সরশিপ আরোপ করা নিতান্তই হাস্যকর শিল্পী, সাংবাদিক, লেখকরা বিতর্ক করেন, তারা কোনো বিষয়ের বিভিন্ন দিক হাজির করেন, তারা মানুষকে ভাবতে উৎসাহ দেন স্বাধীনতাকে ভয় পাওয়ার কিছু নেই দিন শেষে শুধু ভালো টিকে থাকে মন্দ হারিয়ে যায় ধীরগতিতে হলেও স্বাধীনতা সৃষ্টিশীল শিল্পী দর্শকদের বুদ্ধিবৃত্তিকে বিকশিত করে

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন