মাতৃভাষা দিবসে সিসিমপুরের বিশেষ পর্ব

ফিচার প্রতিবেদক

আজ মহান ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসটি উপলক্ষে শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর নির্মাণ করেছে বিশেষ একটি পর্ব ১২তম মৌসুমের বিশেষ পর্বে ভাষা আর বইপড়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে, যা প্রচারিত হবে আজ বিকাল সাড়ে ৫টায় দুরন্ত টেলিভিশনের পর্দায়

মাতৃভাষা দিবসের বিশেষ পর্ব সাজানো হয়েছে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো, বইপড়ার গুরুত্ব, গানে গানে গুনতে শেখা, লাইব্রেরি ব্যবহারের পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতার মতো আরো কিছু মজার বিষয় নিয়ে

ইউএসএআইডি আর্থিক সহযোগিতায় নির্মিত সিসিমপুর তিন থেকে আট বছর বয়সী বাংলাদেশী শিশুদের জন্য একটি প্রাক শৈশব শিক্ষা কর্মসূচি, যা শিশুদের করে তুলছে আরো সম্পন্ন, সবল সদয়

সিসিমপুরের ১২তম মৌসুম দুরন্ত টিভিতে দুপুর সাড়ে ১২টা বিকাল সাড়ে ৫টায় প্রচারিত হয় এছাড়া সপ্তাহে চারদিন সিসিমপুরের আগের মৌসুম প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশনে

 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন