কাট, কপি ও পেস্টের জনক ল্যারি টেসলারের প্রয়াণ

বণিক বার্তা ডেস্ক

কাট, কপি পেস্ট কমান্ডের প্রবর্তক এবং কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার মারা গেছেন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ৭৪ বছর বয়সী প্রযুক্তি কর্মকর্তা গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কম্পিউটার ব্যবহার আরো সহজ করতে তিনি প্রথম কাট, কপি পেস্ট কমান্ড তৈরি করেন গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ল্যারি টেসলারের মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয় খবর বিবিসি

১৯৪৫ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন ল্যারি টেসলার তার পড়াশোনা ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভাসির্টিতে; কম্পিউটার সিস্টেমকে আরো সহজ এবং বিষয়ে জনভীতি দূর করার জন্য ল্যারি ইউজার ইন্টারফেস ডিজাইনিং বিষয়ে পড়াশোনা করেন ১৯৬০ সালে উচ্চ প্রযুক্তির কেন্দ্রস্থল সিলিকন ভ্যালিতে কাজ শুরু করেন দীর্ঘ কর্মজীবনে তিনি অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন

ল্যারি টেসলারের প্রথম কর্মজীবন শুরু ফটোকপি প্রিন্টিং প্রযুক্তি নির্মাতা জেরক্সের রিসার্চ সেন্টারে তার মৃত্যুতে শোক প্রকাশ করে জেরক্স এক টুইট বার্তায় জানায়, কাট, কপি পেস্ট, ফাইন্ড রিপ্লেসের মতো সহজ অনেক যুগান্তকারী কমান্ডের প্রবর্তক ল্যারি টেসলার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন