নতুন তদন্তের মুখোমুখি গুগল

বণিক বার্তা ডেস্ক

 বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল গর্ভাবস্থায় নারী কর্মীদের সঙ্গে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করে কিনা, তা খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নতুন একটি তদন্ত শুরু হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইক্যুয়াল ইমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন (ইইওসি) বিষয়ে তদন্ত শুরু করেছে খবর সিএনবিসি

প্রতিবেদন অনুযায়ী, সাবেক কর্মী চেলসি গ্লাসন অ্যালফাবেটের নিয়ন্ত্রণাধীন গুগলে এক্সপেরিয়েন্স রিসার্চার হিসেবে কাজ করেছেন পাঁচ বছর গত গ্রীষ্মে তার লেখা একটি অভ্যন্তরীণ মেমো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল যাতে লেখা ছিল, মাতৃত্বকালীন ছুটির পর আমি আর গুগলে ফিরছি না এই না ফেরার সিদ্ধান্তের কারণও এখানে আছে চেলসি অভিযোগ করেছিলেন, তার সুপারভাইজার গর্ভবতী মহিলাদের সম্পর্কে বৈষম্যমূলক মন্তব্য করেছেন এছাড়া পারফরম্যান্স রেটিং দিয়ে তার বিরুদ্ধে গুগল পাল্টা জবাবদিহি করেছে এবং অন্যায়ভাবে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে বলেও চেলসি তার মেমোতে দাবি করেন

গত ডিসেম্বরে চেলসি গ্লাসন সিএনবিসিকে জানিয়েছিল, অ্যাটর্নিতে যোগদানের আগ পর্যন্ত গুগলের মানবসম্পদ বিভাগ (এইচআর) তার অভিযোগের কোনো তদন্ত করেনি অন্যদিকে গুগল জানিয়েছিল তার অভিযোগ মোটেও বিশ্বাসযোগ্য নয়, এইচআর বিভাগ তার কোনো বক্তব্য বা সাক্ষত্কার গ্রহণের প্রয়োজন মনে করেনি বলেও চেলসি জানান বিষয়ে গুগলের কাছে তাত্ক্ষণিক মন্তব্য জানতে চাইলেও অপারগতা জানায় প্রতিষ্ঠানটি

এর পরই ইইওসির কাছে গ্লাসন গুগলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিল অভিযোগের মধ্যে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানানো হয়েছে অভিযোগে অভিযুক্ত সুপারভাইজারদের মধ্যে একজন গুগল ক্লাউড দলেও ছিলেন বলে জানা যায়

অভিযোগের বিষয়টি নিয়ে গুগল জানুয়ারিতে তাদের জবাব দিয়ে বলেছিল, অভিযোগের কোনো বৈষ্যমের বিষয়ে প্রমাণই খুঁজে পায়নি এবং গ্লাসনের অনুপস্থিতিতার কারণে তাকে ম্যানেজারের পদে রাখা হয়নি বলেও দাবি করেছিল টেক জায়ান্টি

গত বুধবার সংস্থাটি গ্লাসনের অভিযোগটি ইইওসির তদন্ত বিভাগে স্থানান্তরিত করা করা হয় এবং সেখানে সিয়াটেল ফিল্ড অফিস অভিযোগটি তদন্তভার গ্রহণ করবে

অ্যালফাবেটের অধীনস্ত গুগলের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগটি এসেছিল ফেডারেল এজেন্সিগুলো একাধিক তদন্তের সম্মুখীন হয়েছিল, যেটা গুগলের সাবেক কর্মীদের অভিযোগের ভিত্তিতে করা হয়েছিল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন