জার্মানির সিসা বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

বণিক বার্তা অনলাইন

জার্মানির পশ্চিমাঞ্চলের হ্যানাও শহরের সিসা বারে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

স্থানীয় সময় রাত ১০টার দিকে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। হামলাকারীদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।

প্রথম হামলার ঘটনা ঘটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘মিডনাইট’ বারে। প্রত্যক্ষদর্শীরা এক ডজনেরও বেশি গুলির শব্দ শুনেছেন। এরপর ‘অ্যারেনা বার অ্যান্ড ক্যাফে’ বারে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। মিডনাইট বারের সামনেই তিনজন নিহত হয়েছেন এবং অ্যারেনা বারের সামনে নিহত হয়েছেন পাঁচজন। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। দুটি জায়গাতেই হেলিকপ্টারে টহল দিচ্ছে পুলিশ।

হানসান রাজ্যের হ্যানাও শহর ফ্রাঙ্কফুর্টের প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) পূর্বে অবস্থিত। এই হামলার মাত্র চারদিন আগেই বার্লিনে তুরস্কের আয়োজনে একটি কৌতুক অনুষ্ঠানের কাছে টেম্পোড্রাম কনসার্ট ভেন্যুতে বন্দুক হামলায় একজন নিহত হয়েছিল। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে বার্লিনে সন্ত্রাসীদের হামলায় ১২ জন নিহত হয়েছিলেন।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন