মৃতের সংখ্যা দুই হাজার ছাড়াল আক্রান্ত ৭৪ হাজারের বেশি

বণিক বার্তা ডেস্ক

চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গতকাল মৃত্যু হয়েছে ১৩২ জনের, যাদের সবাই হুবেই প্রদেশের বাসিন্দা। এছাড়া ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন আরো ১ হাজার ৭০০ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত কভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজারের বেশি। খবর এএফপি।

এখন পর্যন্ত ২৫টির মতো দেশে ছড়িয়েছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ। এসব দেশের প্রায় ৯০০ জন কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এছাড়া হংকং, ফিলিপাইন, জাপান, তাইওয়ান ও ফ্রান্সে একজন করে আক্রান্ত রোগী মারা গেছেন। ভাইরাসটি ঠেকাতে চীন প্রায় সাড়ে পাঁচ কোটি বাসিন্দার প্রদেশ হুবেইকে মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলেছে। আইন-শৃঙ্খলা কাজে নিয়োজিত পরিবহন, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবা কাজে নিয়োজিত পরিবহন ছাড়া অন্যান্য পরিবহন চলাচল পুরোপুরি বন্ধ রেখেছে হুবেই কর্তৃপক্ষ। এছাড়া প্রদেশটির প্রত্যেক বাসিন্দাকে পরীক্ষার আওতায় আনার ঘোষণাও দিয়েছে তারা। এছাড়া রাজধানী বেইজিংসহ অন্য শহরগুলোর বাইরে থেকে আসা বাসিন্দাদের অন্তত ১৪ দিন কোয়ারান্টাইনে থাকার পর চলাচলের অনুমতি দিচ্ছেন সংশ্লিষ্টরা।

চীনের এমন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ এরই মধ্যে ফলপ্রসূ হতে শুরু করেছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সংস্থাটির ইমার্জেন্সি হেলথ প্রোগ্রামের প্রধান মিশেল রায়ান জানান, হুবেই কর্তৃপক্ষ প্রত্যেক বাড়িতে গিয়ে তাদের পরীক্ষার আওতায় নিয়ে আসছে। এটি জনস্বাস্থ্য রক্ষায় খুব ভালো একটি প্র্যাকটিস।

ভাইরাসটি এখন নির্মূল হতে চলেছে বলে মনে করছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় বরিস জনসনকে ভাইরাসটি মোকাবেলায় চীনের দৃশ্যমান অগ্রগতি অর্জনের কথা জানান শি জিনপিং। যদিও ডব্লিউএইচওর প্রধান টেড্রোস অ্যাডহ্যানম ভাইরাসটি নিয়ে এখনই কোনো পূর্বাভাস করতে নারাজ। এটি এখনো যেকোনো দিকে অগ্রসর হতে পারে বলে মনে করছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন