৩৫ শতাংশ লভ্যাংশ দেবে ডিবিএইচ

নিজস্ব প্রতিবেদক

 ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) পরিচালনা পর্ষদ এর মধ্যে ২০ শতাংশ নগদ বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ আগামী ২৯ মার্চ বেলা ১১টায় রাজধানীর গুলশান-- অবস্থিত ডেল্টা লাইফ টাওয়ারের কনফারেন্স হলে কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ

সমাপ্ত হিসাব বছরে ডিবিএইচের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৮২ পয়সা (পুনর্মূল্যায়িত) হিসাবে সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে ২২ পয়সা বা দশমিক শতাংশ ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪১ টাকা ৩৬ পয়সা

সর্বশেষ রেটিং অনুসারে ডিবিএইচের ঋণমান দীর্ঘমেয়াদে ট্রিপল স্বল্পমেয়াদে এসটি-ওয়ান ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল আনুষঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দেয় ডিবিএইচ এর মধ্যে ২৫ শতাংশ নগদ ১০ শতাংশ ছিল স্টক লভ্যাংশ ২০১৭ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ডিবিএইচ শেয়ারের সর্বশেষ দর ছিল ১১৪ টাকা ৫০ পয়সা সমাপনী দর ছিল ১১৪ টাকা ৭০ পয়সা গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১০৩ ১৬০ টাকা

২০০৮ সালে পুঁজিবাজারে আসা ডিবিএইচের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা পরিশোধিত মূলধন ১৩৪ কোটি লাখ ৭০ হাজার টাকা রিজার্ভে রয়েছে ৩৬৪ কোটি ৪৬ লাখ টাকা মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ২৭ এর মধ্যে ৫১ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে এছাড়া বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪২ দশমিক শূন্য শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ১৪ দশমিক ৬৭, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১৪ দশমিক শূন্য

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন