আইসিএবিকে এফআরসির চিঠি

আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের নিজ নামে স্বাক্ষর করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং (আইএসএ) অনুসারে যে নিরীক্ষক আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন, তাকে নিজ নামে স্বাক্ষর করতে হবে কিন্তু দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের নিজ নামে স্বাক্ষর করার কোনো নজির খুঁজে পায়নি ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) বিষয়ে পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশকে (আইসিএবি) নিরীক্ষকদের ধরনের আচরণে ব্যাখ্যাসহ সংগঠনটির কাছে মতামত চেয়ে চিঠি দিয়েছে এফআরসি

আইসিএবির প্রেসিডেন্টের কাছে পাঠানো এফআরসির অডিট প্র্যাকটিস রিভিউ বিভাগের নির্বাহী পরিচালক মো. সাইদ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেকগুলো কোম্পানির ২০১৮-১৯ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন দ্বৈবচয়নের ভিত্তিতে পুনঃনিরীক্ষণ করেছে এফআরসি সব নিরীক্ষা প্রতিবেদনেই অন্যান্য অনিয়মের পাশাপাশি একটি সাধারণ অনিয়ম লক্ষ করা গেছে আইসিএবির সার্টিফিকেট অব প্র্যাকটিসধারী (সিওপি) কোনো নিরীক্ষকই আইএসএ-৭০০ (সংশোধিত) অনুযায়ী তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন নিজ নামে স্বাক্ষর করেননি

চিঠিতে তালিকাভুক্ত নিরীক্ষা প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন নিজ নামে স্বাক্ষরের ক্ষেত্রে আইএসএর বিধান পরিপালন না করা প্রসঙ্গে আইসিএবির সদস্য নিরীক্ষকদের ধরনের আচরণে ব্যাখ্যা নিয়ে বিষয়ে আইসিএবির মতামতসহ এফআরসির কাছে পাঠাতে বলা হয়েছে

বিষয়ে জানতে চাইলে আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক এফসিএ  কে বলেন, আমাদের এখানে আর্থিক প্রতিবেদনে এতদিন নিরীক্ষা প্রতিষ্ঠানের নামে স্বাক্ষর করার প্রচলন ছিল গত বছর আইএসএ-৭০০-এর (সংশোধিত) বিধানটি আমাদের দেশে গ্রহণ করা হয় আইসিএবির কাউন্সিল সভায় এটি গ্রহণ করে সদস্যদের অনুসরণের জন্য বলা হয়েছিল কিন্তু সে সময় এটি বাধ্যতামূলক ছিল না তবে এবার আমরা কাউন্সিল সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকদের নিজ নামে স্বাক্ষর করার বিষয়টি বাধ্যতামূলক করে দেব ফলে তখন আইসিএবির সব সদস্যের জন্য এটি পরিপালন করা বাধ্যতামূলক হয়ে যাবে বলে জানান তিনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন