মুনাফা বেড়েছে ১৭ শতাংশ

২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে রিলায়েন্স ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ১৭ দশমিক ৫৩ শতাংশ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা অনুমোদনের জন্য আগামী ৩১ মার্চ বেলা ১১টায় রাজধানীর গুলশান-- অবস্থিত লেকশোর হোটেলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত হিসাব বছরে রিলায়েন্স ইন্স্যুরেন্সের নিট মুনাফা হয়েছে ৫৮ কোটি ৫৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯ কোটি ৮১ লাখ টাকা হিসাবে গত হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে কোটি ৭৩ লাখ টাকা বা ১৭ দশমিক ৫৩ শতাংশ আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৭৪ পয়সা (পুনর্মূল্যায়িত) ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৫ টাকা ২৯ পয়সা (পুনর্মূল্যায়িত)

সর্বশেষ সিপিএ রেটিং অনুসারে, দাবি পরিশোধের সক্ষমতার বিচারে কোম্পানিটির ঋণমান ট্রিপল ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দেয় রিলায়েন্স ইন্স্যুরেন্স এর মধ্যে ১৫ শতাংশ নগদ ১০ শতাংশ স্টক লভ্যাংশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন