সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৬

বণিক বার্তা ডেস্ক

বগুড়া, কক্সবাজার যশোরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

বগুড়া: জেলার শিবগঞ্জের কিচকে যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন গতকাল সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট-মোকামতলা সড়কের কিচক এলাকায় দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বাসের হেলপার শহিদুল ইসলাম (৪৫) অটোরিকশাচালক দিলবর রহমান (৪৮)

বগুড়ার শিবগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক সাহেব গনি জানান, জয়পুরহাট থেকে বগুড়াগামী আধুনিকা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস কিচক বন্দরের অদূরে একটি ফিলিং স্টেশনের সামনের সড়কে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে খাদে উল্টে যায় এতে বাসের নিচে চাপা পড়ে অটোরিকশাচালক দিলবর ঘটনাস্থলেই মারা যান গুরুতর আহত অবস্থায় বাসের হেলপার শহিদুল ইসলামকে হাসপাতালে নেয়ার পথে মারা যান খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার রায়নগর উত্তরপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং অটোরিকশাচালক দিলবর একই উপজেলার পুটখুর গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে

কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া খুটাখালী এলাকায় দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন ভোলা জেলার চরাইশা এলাকার মোহাম্মদ লিটন (৩৩) চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার মো. জয়নাল (২৫)

চকরিয়া হাইওয়ে পুলিশের আইসি মো. মোরশেদুর রহমান চৌধুরী জানান, দুপুরে কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে চকরিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়

যশোর: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত কমপক্ষে ২০ জন আহত হয়েছেন গত   মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাগুরা থেকে ফেরার পথে বাঘারপাড়া উপজেলার সীমাখালীতে থেমে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোশারেফ হোসেন (৪৮) নামে একজন নিহত হয়েছেন গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী পারভীন (৪০) মোশারেফ যশোরের একটি ক্লিনিকের কর্মকর্তা

নিহতের স্বজনরা জানান, মোশারেফ হোসেন মাগুরার সদর উপজেলার ইসাদহ গ্রামের বাসিন্দা চাকরির কারণে তিনি পরিবার নিয়ে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ভাড়াবাড়িতে বসবাস করতেন গত মঙ্গলবার দুপুরে শাহনাজ পারভীনের ডিউটি শেষে মোশারেফ হোসেন মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যান সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে যশোরের উদ্দেশে রওনা হন রাত সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের সীমাখালী ব্রিজ পার হয়ে রাস্তায় দাঁড়ানো একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লাগে সময় তিনি ছিটকে পড়ে বুকে আঘাত পান এবং শাহনাজ পারভীনের মাথায় আঘাত লাগে 

হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ জানান, আহত শাহানাজের অবস্থা আশঙ্কাজনক তার মাথায় আঘাত লেগেছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন