ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদনে সাইকেলে ঢাকার পথে ১৮ ভারতীয়

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছে ১৮ সদস্যের একটি দল এরই মধ্যে তারা ভারতের সীমানা পার হয়ে রাজবাড়ী এসে পৌঁছেছেন মঙ্গলবার সন্ধ্যায় দলটি রাজবাড়ী এসে পৌঁছলে রোটারি ক্লাব অব চন্দনা রাজবাড়ীর পক্ষ থেকে তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়

কলকাতার হানড্রেড মাইলস ভাষা সূত্র নামের একটি সংগঠন শোভাযাত্রার আয়োজন করে শোভাযাত্রায় অংশ নেয়া দলটির দলনেতা স্বরজিৎ রয় বলেন, ১৪ ফেব্রুয়ারি ভারতের কলকাতা থেকে রওনা হয়ে দর্শনা বোর্ডার দিয়ে মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ হয়ে আমরা ২০ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাব আমরা কলকাতা থেকে ৫৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি আমাদের দলে একজন নারী সদস্যসহ মোট ১৮ জন রয়েছেন আমাদের উদ্দেশ্য ২১ ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে অংশ নেয়া এবং ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এতে বাংলা ভাষার সঠিক ব্যবহার দুই বাংলার মধ্যে পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে

রোটারি ক্লাব অব রাজবাড়ী চন্দনার সভাপতি মো. আব্দুস সালাম বলেন, দেশ ভিন্ন হলেও আমাদের ভাষা এক, তাই ভালোবাসা জানিয়ে তাদের ফুলেল শুভেচ্ছায় গ্রহণ করা হয়েছে তাদের সহযোগিতার জন্য থাকা-খাওয়াসহ সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ভারতের উদ্দেশে রওনা হবে দলটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন