রাজবাড়ীতে দুই ইটভাটা মালিককে জরিমানা

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকায় তৈরি করা ইটের আকার সঠিক না থাকায় দুই ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে গতকাল বিকালে এক অভিযান পরিচালনা করে জরিমানা ধার্য করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা দেয়া ইটভাটা দুটি হলো মেসার্স একেবি ব্রিকস মেসার্স একেএম ব্রিকস

প্রত্যক্ষদর্শী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, মেসার্স একেবি ব্রিকস দীর্ঘদিন ধরে ইটভাটায় অবৈধ কাঠ পোড়ানোর পাশাপাশি তৈরি করা ইটের ভেতরের অংশে নামফলক নির্ধারিত মাপের চেয়ে বড় রাখে নামফলক নির্ধারিত মাপের চেয়ে বড় করায় গত বছরও ইটভাটাকে জরিমানা করা হয় সে সময় ভবিষ্যতে অবৈধ কার্যকলাপ আর করা হবে না বলে মালিকপক্ষ প্রতিশ্রুতি দেয় কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা না করে একই অপরাধ ফের করায় তাদের লাখ টাকা জরিমানা করা হয় এছাড়া একই এলাকার মেসার্স একেএম ব্রিকসের বিরুদ্ধেও নামফলক বড় রেখে ইট তৈরির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, তৈরি করা ইটের আকৃতি বেঁধে দেয়া হয়েছে কিন্তু নির্ধারিত মাপ কৌশলে অমান্য করা হচ্ছে এতে করে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণে অভিযান পরিচালনা করা হয়েছে

তিনি আরো বলেন, বিএসটিআইয়ের নিয়ম অনুযায়ী ইটের ভেতর নামফলক লেখার জন্য মাপ নির্ধারণ করে দেয়া হয়েছে নামফলক লেখার স্থানের আয়তন হবে দৈর্ঘ্যে ১৩ সেন্টিমিটার, প্রস্থে সেন্টিমিটার এবং গভীরতা হবে এক সেন্টিমিটার যেসব ইটভাটা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে       

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন