ড্র ম্যাচে তানজিদের ব্যাটিং তাণ্ডব

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি একাদশ সফরকারী জিম্বাবুয়ে দলের মধ্যকার দুদিনের ম্যাচটি ড্র হয়েছে বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে গতকাল দ্বিতীয় শেষ দিনের শেষ বিকালে উত্তাপ ছড়ান সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তানজিদ হাসান তামিম জিম্বাবুয়ের গড়া ২৯১/ (ডিক্লে:) এর জবাবে বিসিবি একাদশ সংগ্রহ করে উইকেট হারিয়ে ২৮৮ রান এরপর ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে দুই দলই

গতকাল বিকেএসপিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বিসিবি একাদশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ীদের ছয়জনকে নিয়ে গড়া দলটির টপঅর্ডার ভেঙে পড়ে হুড়মুড়িয়ে একটা পর্যায়ে মাত্র ৬৯ রান তুলতেই উইকেট হারিয়ে বসে বিসিবি একাদশ একে একে সাজঘরমুখো হন মোহাম্মদ নাঈম (১১), মাহমুদুল হাসান জয় (), শাহাদাত হোসেন (), পারভেজ হাসান ইমন (৩৪), অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী () এখান থেকে দলকে টেনে তোলেন বিসিবি একাদশকে নেতৃত্ব দেয়া আল-আমিন তানজিদ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইমনের সঙ্গে ইনিংস উদ্বোধন করেছিলেন তানজিদ যদিও ম্যাচে ব্যাটিংয়ে নামেন সাত নম্বরে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ২১৯ রান যোগ করেন দুজনে আল-আমিন দেখেশুনে খেললেও শুরু থেকেই ঝড় তোলেন তানজিদ মাত্র ৪০ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি তিন অংকের ঘর পূর্ণ করেন মাত্র ৮৭ বলের কনকর্ডে চড়ে অপরাজিত থাকেন ১২৫ রানে মাত্র ৯৯ বলে গড়া তার ইনিংসটিতে ১৪ বাউন্ডারির সঙ্গে পাঁচটি ছক্কার মার শেষ দিকে মারমুখী হয়ে সেঞ্চুরি তুলে নেন আল-আমিনও ১৪৫ বল খেলে অপরাজিত থাকেন ১০০ রানে

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৯১/ ডিক্লে., বিসিবি একাদশ প্রথম ইনিংস: ২৮৮/ (ইমন ৩৪, আল-আমিন ১০০*, তানজিদ ১২৫*, এনডিলোভ /৫১, তিশুমা /২৩, মুম্বা /৩৭, মুতোম্বদজি /৪৫), ফল: ম্যাচ ড্র

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন