দেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে রিয়েলমি

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড অপোর সাব-ব্রান্ড হিসেবে রিয়েলমির যাত্রা শুরু হয় ২০১৮ সালের ৪ মে। স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে কার্যক্রম শুরুর পর রিয়েলমির উত্থান স্মার্টফোন বাজারে সাড়া ফেলেছে। এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে এটি।

রিয়েলমি সূত্রমতে, ‘মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত স্মার্টফোন দিয়ে দেশের বাজারে প্রবেশ করতে যাচ্ছে রিয়েলমি। এ নিয়ে চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

রিয়েলমি তরুণ প্রজন্মের মধ্যে হাল ফ্যাশনের প্রযুক্তিনির্ভর জীবনধারায় অভ্যস্ত করতে কাজ করছে। ব্র্যান্ডটির সব প্রাইস রেঞ্জের পণ্যেই আধুনিক প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য। যে কারণে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে রিয়েলমি।

রিয়েলমি ফাইভজি ও এআইওটি প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করছে। ফাইভজি ব্যবহারের ক্ষেত্রে বিশেষত, গেম খেলার ক্ষেত্রে ফাইভজি উপভোগ করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন