নেদারল্যান্ডসে ব্যবসায় আগ্রহী কোম্পানি বাড়ছে

বণিক বার্তা ডেস্ক

ব্রেক্সিটের প্রেক্ষাপটে ২০১৯ সালে আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি কোম্পানি নেদারল্যান্ডসে ব্যবসা শুরু করেছে বলে জানিয়েছে ডাচ সরকারের বিদেশী বিনিয়োগ সংস্থা (এনএফআইএ) ২০১৬ সালে ব্রেক্সিট ইস্যুতে গণভোট শুরুর পর থেকে নেদারল্যান্ডসে এখন পর্যন্ত মোট ১৪০টি কোম্পানি কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে ২০১৯ সালে কার্যক্রম শুরু কিংবা অফিস স্থাপন করেছে ৭৮টি কোম্পানি। খবর রয়টার্স।

এনএফআইএর কমিশনার জেরন নিজল্যান্ড বলেন, প্রতি বছর নেদারল্যান্ডসে দ্বিগুণ হারে কোম্পানির সংখ্যা বাড়ছে। বর্তমানে দেশটিতে ৪২৫টি কোম্পানির সঙ্গে ব্যবসার বিষয়ে আলোচনা চলছে। ২০১৮ সালের যেখানে এ আলোচনা হয়েছিল ১৭৫টি কোম্পানির সঙ্গে। তাছাড়া বর্তমানে ১৪০টি ব্যবসা প্রতিষ্ঠান ৩০ কোটি ৭৫ লাখ ইউরো বিনিয়োগ করার মধ্য দিয়ে ৪ হাজার ২০০ লোকের কর্মসংস্থানের আশা করছে। ব্রেক্সিট প্রক্রিয়ায় চলতি বছর অন্তর্বর্তী সময়ের পর ইইউ জোটের অন্য ২৭টি দেশের সঙ্গে পৃথক বাণিজ্য চুক্তি করতে হবে ব্রিটেনকে।  সম্ভাব্য এ চুক্তির রূপরেখা নিয়ে এনএফআইএ কমিশনার নিজল্যান্ড বলেছেন, সবাই অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন