কভিড-১৯: মৃতের সংখ্যা বেড়ে ১৮৭৩

বণিক বার্তা অনলাইন

চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ডিজিজ বা কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৬৮ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গতকাল আরো ৯৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও তাইওয়ান জাপান, হংকং, ফ্রান্স ও ফিলিপাইনে একজন করে মারা গেছেন। সবমিলিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন এক হাজার  ৮৭৩ জন।

এদিকে ৯৩ জনই মারা গেছেন নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়া চীনের হুবেই প্রদেশে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। যার কমপক্ষে ১ হাজার ৮০৭ জনই হুবেই প্রদেশের।  বিশ্বব্যাপী প্রায় ৩০টি দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪৩৩ জনে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হুবেই ৪১ হাজার ৯৯৫ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ১৮৩ জন গুরুতর অসুস্থ। তবে ১২ হাজার ৬৭৭ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এর পর পরই ভাইরাসটি ক্রমান্বয়ে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। ভাইরাসটির প্রাদুর্ভাবের জেরে প্রায় সাড়ে পাঁচ কোটি বাসিন্দার প্রদেশ হুবেই কার্যত চীন থেকে বিচ্ছিন্ন রয়েছে। প্রদেশটির বাসিন্দাদের বাইরে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া হুবেই কর্তৃপক্ষ পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পণ্য সরবরাহের গাড়ি ও নাগরিক পরিষেবার কাজে নিয়োজিত পরিবহন ছাড়া প্রদেশটিতে যেকোনো ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একইভাবে বেইজিং পৌর কর্তৃপক্ষও ছুটি শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকদের ১৪ দিন নিজ উদ্যোগে কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।


চীনের বাইরে আক্রান্তের মধ্যে শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, হংকং, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালিসহ ৫০টির বেশি দেশের তিন হাজারেরও বেশি যাত্রী নিয়ে ডায়ামন্ড প্রিন্সেস নামে একটি প্রমোদতরী দেশটির উপকূলে ফেব্রুয়ারির শুরু থেকে আটকে রয়েছে। আটকে থাকা এসব যাত্রীর মধ্যে থেকে এরই মধ্যে ৪৫৪ জন কভিড-১৯-এ সংক্রমিত হয়েছে। 


সূত্র: সাউথ চীনা মর্নিং পোস্ট ও এএফপি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন