বন্দিবিনিময়ে ঐকমত্যে ইয়েমেন সরকার-হুথি বিদ্রোহীরা

বণিক বার্তা ডেস্ক

ইয়েমেনে পাঁচ বছরের গৃহযুদ্ধে আটক কয়েক হাজার বন্দির মধ্যে কিছু বন্দিকে মুক্তির বিষয়ে একটি বিস্তারিত পরিকল্পনায় একমত হয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথি বিদ্রোহীরা। খবর ব্লুমবার্গ।

ইরানি মদদপুষ্ট হুথি বিদ্রোহীদের এক মুখপাত্র মোহাম্মাদ আবদুসালাম জানান, বন্দিদের মুক্তির বিষয়ে রোববার জর্ডানে ঐকমত্যে পৌঁছেছে দুই পক্ষ। সমঝোতা অনুসারে, ১ হাজার ৪০০ বন্দি বিনিময় করা হবে। যার মধ্যে সরকারি বাহিনীকে সমর্থন দেয়া সৌদি ও সুদানি বন্দিরাও রয়েছে।

ইয়েমেনের ভয়াবহ গৃহযুদ্ধের অবসান ঘটাতে ২০১৮ সালে একটি রূপরেখা গ্রহণ করা হয়। কিন্তু এর বিধিবিধানগুলোর বাস্তবায়ন খুবই বিরল। এরই মধ্যে যুদ্ধের কারণে দেশটিতে বিশ্বের সবচেয়ে ভয়ংকর মানবিক সংকট তৈরি হয়েছে।

রাজধানী সানায় ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের প্রধান ফ্রাঞ্জ রচেস্টাইন বলেন, চলমান সংঘর্ষ সত্ত্বেও আমরা পক্ষগুলোকে একটি অভিন্ন মানবিক অবস্থান গ্রহণ করতে দেখেছি। দুই পক্ষের এ সমঝোতার ফলে বহু বন্দি পরিবারের কাছে ফেরার সুযোগ পাবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন