নভেল করোনাভাইরাসের প্রভাব

সম্রাটের জন্মদিনের অনুষ্ঠান বাতিল করল জাপান

বণিক বার্তা ডেস্ক

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস আতঙ্কে সম্রাটের জন্মদিন উদযাপন বাতিল করেছে জাপানের রাজপরিবার। গতকাল স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

কিয়োদো নিউজ জানিয়েছে, জাপানের ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সি সম্রাট নারুহিতোর জন্মদিন উপলক্ষে রাজকীয় প্রাসাদে রোববারের নির্ধারিত উব বাতিল করার কথা নিশ্চিত করেছে।

এক সংবাদ সম্মেলনে রাজকীয় প্রাসাদের মুখপাত্র কেনজি ইকেদা বলেন, রাজপ্রাসাদে সম্রাটের জন্মদিন উপলক্ষে আয়োজিত গণঅনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি বছর বহু ঘনিষ্ঠ ব্যক্তি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করলেও ভাইরাস বিস্তারের ঝুঁকি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি প্রাণ হারিয়েছে। এর মধ্যে চীনের বাইরে জাপানে একজনসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন