আরো উচ্চমূল্যে ইইউর পণ্য কিনতে হতে পারে যুক্তরাজ্যের ক্রেতাদের

বণিক বার্তা ডেস্ক

ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের পণ্য কিনতে যুক্তরাজ্যের ক্রেতাদের আরো উচ্চমূল্য দিতে হতে পারে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করলেও এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না বলে মনে করছে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী গোষ্ঠী খবর ব্লুমবার্গ

২০২১ সালের জানুয়ারির পর ইইউ থেকে যুক্তরাজ্যের পণ্য আমদানিতে শুল্ক ঘোষণা করতে হবে ফলে প্রতি প্রডাক্ট লাইনের জন্য খরচ হবে ১৬-৫৬ পাউন্ড পাশাপাশি প্রয়োজন হবে আরো বেশকিছু দলিলের

ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের (বিআরসি) পলিসি অ্যাডভাইজার উইলিয়াম বেইন বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি কতটুকু ভালো কি মন্দ হলো, তার ওপর যুক্তরাজ্যে ইইউ পণ্যের দাম বৃদ্ধি আটকে থাকবে না মূলত স্বল্প মুনাফার শিল্পপণ্যে যেকোনো ধরনের ব্যয় বৃদ্ধি শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হয় উল্লেখ্য, ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম হলো পাঁচ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠন, যাদের খুচরা বিক্রির পরিমাণ ১৮ হাজার কোটি পাউন্ড

যুক্তরাজ্যের খুচরা বিক্রেতাদের মোট আমদানীকৃত খাদ্যপণ্যের প্রায় চার-পঞ্চমাংশই আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিআরসির মতে, ইইউ যুক্তরাজ্য পরস্পরের শুল্ক প্রক্রিয়া নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে না পারলে ব্যবসায় ব্যয় সময়ক্ষেপণ উভয়ই বাড়বে এক্ষেত্রে এক্সপোর্ট হেলথ সার্টিফিকেট (ইএইচসি) পেতে সবচেয়ে বেশি সমস্যা হবে ইইউতে প্রাণিজাত পণ্য রফতানির জন্য সার্টিফিকেট প্রয়োজন হয় প্রতি সার্টিফিকেটের জন্য ব্যয় হয় ১০০ পাউন্ড মাংস, মাছ, পনির দইয়ের মতো পণ্য রফতানির জন্যও অনুমোদিত পেশাদার ব্যক্তি সার্টিফিকেট ইস্যু করে থাকেন

সুইজারল্যান্ড ইইউর একক বাজারের শর্তানুযায়ী করা চুক্তির মধ্য দিয়ে এক্সপোর্ট হেলথ সার্টিফিকেটের ঝামেলা এড়াতে পেরেছে কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বাজার নিয়ন্ত্রণে স্বায়ত্তশাসন চাচ্ছেন অবস্থায় গত সপ্তাহে যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিস মিনিস্টার মাইকেল গোভ ব্যবসায়ীদের ব্রেক্সিটের পর পশুস্বাস্থ্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেছেন

উইলিয়াম বেইন বলেন, ব্রেক্সিটের পর সম্প্রতি হাজার ৩৯২টি আলাদা প্রডাক্ট লাইন নিয়ে উত্তর আয়ারল্যান্ডে যাচ্ছিল একটি পণ্যবাহী ট্রাক এসব প্রডাক্ট লাইনের মধ্যে ৮০০টিরই এক্সপোর্ট হেলথ সার্টিফিকেট প্রয়োজন হয় এজন্য যে পরিমাণ ব্যয় হবে, তা পণ্যবাহী একটি ট্রাকের জন্য অনেক বেশি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন