অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও থাইল্যান্ডের বাজার ছাড়ছে জিএম

বণিক বার্তা ডেস্ক

যেসব বাজার থেকে বিনিয়োগের তুলনায় পর্যাপ্ত রিটার্ন আসছে না, সেসব বাজার থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানি জেনারেল মোটরস (জিএম); যার অংশ হিসেবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থাইল্যান্ড থেকে বের হয়ে আসার কথা জানিয়েছে কোম্পানিটি খবর জাপান টুডে

এক বিবৃতিতে মার্কিন কোম্পানিটি জানায়, ২০২১ সালের মধ্যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক হোল্ডেন ব্র্যান্ডের বিক্রয়, ইঞ্জিনিয়ারিং ডিজাইন কার্যক্রম ধীরে ধীরে কমিয়ে দেয়া হবে একই সঙ্গে থাইল্যান্ডে অবস্থিত রেয়ং কারখানা চীনের গ্রেট ওয়াল মোটরের কাছে বিক্রি করে দেয়ার এবং চলতি বছরের শেষ নাগাদ থাইল্যান্ড থেকে শেভরল ব্র্যান্ড সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে জিএম

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ৮২৮ জন এবং থাইল্যান্ডে আরো হাজার ৫০০ কর্মী রয়েছে জিএমের

জিএমের সিইও ম্যারি বারা বলেন, কোম্পানি মুহূর্তে সেসব বাজারের দিকে মনোযোগ দিতে চায়, যেখানে শক্তিশালী রিটার্ন আসবে তবে কোম্পানির রূপান্তরের মধ্যে জিএম তার কর্মী গ্রাহকদের সমর্থন করে যাবে বলে জানিয়েছেন তিনি

জিএম জানিয়েছে, তিনটি দেশেই কার্যক্রম কমিয়ে এনে কেবল বিশেষায়িত গাড়ি বিক্রিতে সীমাবদ্ধ রাখা হবে এছাড়া জাপান, রাশিয়া ইউরোপেও একই ধরনের পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি

বিবৃতিতে কোম্পানির ইন্টারন্যাশনাল অপারেশনসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জুলিয়ান ব্লিসেট বলেন, আমদানীকৃত লাভজনক বিলাসবহুল গাড়ি বিক্রির মাধ্যমে আমরা বাজারগুলোয় একটি যথোপযোগী উপস্থিতি ধরে রাখতে চাই

বাজারগুলো থেকে বের হয়ে এলেও সব ধরনের ওয়ারেন্টি বহাল থাকবে এবং সেবা যন্ত্রাংশ সরবরাহও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জিএম স্থানীয় কার্যক্রমের মাধ্যমে প্রত্যাহারের বিষয়গুলো তত্ত্বাবধান নিরাপত্তাজনিত যেকোনো সমস্যার সমাধান করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে

দেশ তিনটিতে কার্যক্রম সংকুচিত করার ফলে চলতি বছর ডেট্রয়েটভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানিটিকে নগদ অন্যান্য মিলিয়ে ১১০ কোটি ডলার খরচের মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে

হাল্ডেন ব্র্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার বাজারের দীর্ঘ ইতিহাস জড়িত এখানে গাড়ি ডিজাইন করা এবং যুক্তরাষ্ট্র অন্যান্য বাজারে বিক্রি করা হয় ২০০৮ ২০০৯ পন্টিয়াক জিএইট মাসেল গাড়ি হোল্ডেন কমোডোর হিসেবে ডিজাইন অস্ট্রেলিয়ায় নির্মাণ করা হয়

গত বছর হোল্ডেনের বাজার অংশীদারিত্ব কমে মাত্র শতাংশের কিছু বেশিতে এসে দাঁড়িয়েছে যেখানে ২০০২ সালে ব্র্যান্ডটির বাজার অংশীদারিত্ব ছিল প্রায় ২২ শতাংশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন