করোনাভাইরাসে পর্যটনে ১৩০ কোটি ডলার হারাতে পারে জাপান

আন্তর্জাতিক ফ্লাইটে বিধিনিষেধের কারণে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে পর্যটন খাতে ১৩০ কোটি ডলার হারাতে পারে জাপান চীনের উহান প্রদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনা পর্যটক আগমন প্রায় বন্ধ হওয়ায় জাপানের পর্যটন খাতে মারাত্মক প্রভাব পড়ছে বলে জানায় দি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আইসিএও জাপানের পর পর্যটন খাতে লোকসানে দ্বিতীয় স্থানে থাকছে থাইল্যান্ড চলতি প্রান্তিকে ১১৫ কোটি ডলার লোকসান করতে পারে পর্যটনে চীনের ওপর বড় আকারে নির্ভরশীল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি মন্ট্রিলভিত্তিক আইসিএও জানায়, মূল ভূখণ্ড চীন থেকে ৭০টি এয়ারলাইনস তাদের সব ফ্লাইট বাতিল করেছে এছাড়া অন্য ৫০টি এয়ারলাইন তাদের কার্যক্রম কমিয়ে এনেছে সব মিলিয়ে চীন থেকে বাইরে এবং বাইরে থেকে চীনে এয়ারলাইনগুলোর প্রায় ৮০ শতাংশ সক্ষমতা সংকুচিত করা হয়েছে জাতিসংঘ নিয়ন্ত্রিত সংস্থা আইসিএওর প্রাথমিক পূর্বাভাসে বলা হচ্ছে, চলতি প্রান্তিকে এয়ারলাইনসগুলো যাত্রী পরিবহনের যে প্রত্যাশা করছিল, তার চেয়ে কোটি ৬৪ লাখ থেকে কোটি ৯৬ লাখ কম যাত্রী পরিবহন করবে      সূত্র: জাপান টুডে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন