মার্ভেল কমিকসের নতুন সিরিজ

‘দ্য মার্ভেলস’

ফিচার ডেস্ক

মার্ভেল এন্টারটেইনমেন্ট গ্রীষ্মেই তাদের সংযোজনে আরো একটি নতুন কমিক বইয়ের নাম যুক্ত করতে চলেছে শিরোনাম দেখে মনে হতে পারে মার্ভেল ছবির সুপারহিরোদের কথা তবে এটি তা নয় জনপ্রিয় কমিকস প্রকাশনা প্রতিষ্ঠানটি বিশাল আকারে দ্য মার্ভেলস শিরোনামের একটি কমিক সিরিজ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে

অ্যাভেঞ্জার্স অ্যাস্ট্রো সিটির লেখক কার্ট বুসিকের নতুন সিরিজ সম্পর্কে বইটির প্রকাশক বলেছেন, মার্ভেল ইউনিভার্সের ইতিহাসে এটি সবচেয়ে বিস্তৃত আকারের সিরিজ

দ্য মার্ভেলস মুক্ত বিহঙ্গের মতো একটি বই, যেটা যেকোনো জায়গায় যেতে পারে, যেকোনো কিছু করতে পারে এবং যে কেউ এটি পড়তে পারে মার্ভেল হিরো ইতিহাসের অনেক বিষয়ের সমন্বয় এই সিরিজ লেখক বুসিক সম্প্রতি মার্ভেলডটকমকে কথা বলেছেন যেখান থেকে সংবাদটি প্রথম প্রকাশিত হয়েছে

বিষয়ে তিনি আরো বলেন, এটা কোনো দল নয় আমরা বিশ্বকে যেভাবে দেখি, এটা তার ওপর নির্ভর করে লেখা একটি ধারণা মার্ভেল ইউনিভার্সে অনেক ভিন্ন চরিত্র যেমন নায়ক, খলনায়কসবকিছুই আছে বইটিতে আজকের জনপ্রিয় চরিত্রগুলোও থাকবে, আবার এমন কিছু গল্প থাকবে, যা অতীতে ঘটেছিল বা ভবিষ্যতে ঘটতে পারে আমরা কেবল বর্তমানের মধ্যে সীমাবদ্ধ নেই রাজপথ থেকে মহাজগৎসর্বস্তরের নতুন কয়েকটি চরিত্র বইটিতে পাওয়া যাবে

মার্ভেলস গত দুই বছরে মার্ভেলস অ্যানোটেটেড হিসেবে পুনরায় মুদ্রিত হয়েছে এবং এটি মার্ভেল, মার্ভেলস এক্স মার্ভেলস স্ন্যাপশটসহ আনুষঙ্গিক বেশকিছু কমিকস বইয়ের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে

নতুন মার্ভেল সিরিজটি চিত্রিত করবেন ইয়ালদ্রি সিনার বইটির প্রচ্ছদ চরিত্রগুলোর ডিজাইনে থাকবেন বুসিকের মার্ভেলস মিনি সিরিজের অংশীদার অ্যালেক্স রোজ

বুসিক সিরিজটির শিল্পী সম্পর্কে বলেন, আমাদের এমন একজনের দরকার ছিল যে মার্ভেলের যা কিছুই তাকে দেয়া হোক না কেন, সে তা ফুটিয়ে তুলতে পারবে ইয়ালদ্রি তেমনি একজন শিল্পী একটি চরিত্রকে একই সঙ্গে দর্শনীয়, সক্রিয়, মানবিক কৌতুহল করে ফুটিয়ে তোলার সক্ষমতা তার রয়েছে সিরিজটির প্রথম সংখ্যা মে মাসে প্রকাশের কথা রয়েছে

 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন