‘যারা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী নয়, তারাই পুরস্কার চায়’

ফিচার ডেস্ক

এবার প্রথমবারের মতো মুম্বাইয়ের বাইরে আসামে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের জমকালো আয়োজন করায় ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন এর আয়োজকরা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ৬৫তম ফিল্মফেয়ারের বছরের আসরে গালি বয় ছবিটি ১৩টি বিভাগে পুরস্কার জিতে ইতিহাস গড়ে এর আগে কোনো ছবি ফিল্মফেয়ারের আসরে এতসংখ্যক বিভাগে পুরস্কার জিততে পারেনি যদিও গালি বয়-এর এত বেশি পুরস্কার জেতাকে ভালোভাবে গ্রহণ করেনি বলিউডের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে শুরু হয়ে গেছে বিতর্ক, সমালোচনা পর্যায়ে এতে যোগ দিয়ে পরিস্থিতিকে যেন আরো বেশি গুরুতর করে তুলল অভিনেতা সালমান খানের পুরনো একটি ভিডিও এরই মধ্যে ভিডিও ক্লিপসটি টুইটারে ভাইরাল হয়েছে

ভিডিওটিতে সালমান অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোকে তুলোধোনো করেছেন এবং জানিয়েছেন ভবিষ্যতে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাবেন না আমার মনে হয় যারা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী নয়, তারাই পুরস্কার চায় ফিল্মফেয়ার বা অন্য কোনো অর্থহীন পুরস্কার গ্রহণ করব না আমি জাতীয় পুরস্কারে যদি সম্মান পাওয়া যায়, তাহলেই কেবল আমি তা (পুরস্কার) গ্রহণ করতে যাব

বছর জোয়া আখতার পরিচালিত গালি বয় ১৩টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার পর টুইটারে সমালোচনার ঝড় ওঠে এবং হ্যাশট্যাগ বয়কট ফিল্মফেয়ার ট্রেন্ডিং শুরু হয় মূলত এর পরই সালমানের পুরনো ভিডিওটি ভাইরাল হয় এদিকে বজরঙ্গি ভাইজানখ্যাত সালমানের ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেকেই মন্তব্যের জন্য সালমানকে বাহবা জানিয়েছেন বিপরীতে অর্থের বিনিময়ে ধরনের পুরস্কার প্রদান আসরে সালমানের অংশগ্রহণ নিয়েও অনেকে সাল্লুর সমালোচনা করেছেন

যদিও এবারই যে প্রথম সালমান পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে এভাবে চড়াও হয়েছেন তা নয়, এর আগেও তিনি কঠোর ভাষায় এর সমালোচনা করেছেন

উল্লেখ্য, বছর গালি বয়-এর ১৩টি পুরস্কারের মধ্যে রয়েছে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা সেরা পার্শ্ব অভিনেত্রীর সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন রণবীর সিং সেরা অভিনেত্রীর পুরস্কারটি গেছে আলিয়া ভাটের ঘরে

 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন