চীনের স্টেইনলেস স্টিল উৎপাদন নিম্নমুখী

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের জানুয়ারিতে চীনের কারখানাগুলোয় সব মিলিয়ে ২০ লাখ ৯০ হাজার টন স্টেইনলেস স্টিল (মরিচারোধী ইস্পাত) উৎপাদন হয়েছে, আগের মাসের তুলনায় যা ১৩ দশমিক শূন্য শতাংশ কম তবে আগের বছরের একই মাসের তুলনায় ধাতব পণ্যটির উৎপাদন দশমিক শতাংশ বেড়েছে  খবর এসএমএম নিউজ

নিয়মিত মেরামত কার্যক্রম পরিচালনার জন্য বিদায়ী বছরের ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম পর্যন্ত চীনের কয়েকটি ইস্পাত কারখানা বন্ধ রাখা হয়েছিল, যা জানুয়ারিতে দেশটির স্টেইনলেস স্টিল উৎপাদন কমিয়ে আনতে প্রভাবক হিসেবে কাজ করেছে

জানুয়ারিতে চীনে ২০০-সিরিজের স্টেইনলেস স্টিল উৎপাদন আগের মাসের তুলনায় ২১ দশমিক ৪৯ শতাংশ কমে লাখ ৩৪ হাজার টনে নেমেছে এছাড়া ধাতুটির ৩০০-সিরিজে উৎপাদন কমে ১০ লাখ ১০ হাজার টনে দাঁড়িয়েছে, আগের মাসের তুলনায় যা দশমিক ১৯ শতাংশ কম একই সময়ে ৪০০-সিরিজের স্টেইনলেস স্টিল উৎপাদন আগের মাসের তুলনায় দশমিক ৮৭ শতাংশ কমে লাখ ৪১ হাজার ৭০০ টনে নেমেছে

এদিকে চলতি বছরের শুরুতেই দেশটিতে দেখা দেয় নভেল করোনাভাইরাসের প্রকোপ কারণে দেশটির চান্দ্র নববর্ষের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে কোনো কোনো প্রদেশে তা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হয়েছে ফলে চলতি মাসেও দেশটিতে ধাতব পণ্যটির উৎপাদনে নিম্নমুখী প্রবণতা বজায় থাকতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা মাসে দেশটির কারখানাগুলোয় সব মিলিয়ে ২০ লাখ ১০ হাজার টন স্টেইনলেস স্টিল উৎপাদন হতে পারে, জানুয়ারির তুলনায় যা দশমিক ৬১ শতাংশ কম তবে বিদায়ী বছরের ফেব্রুয়ারির তুলনায় দেশটিতে পণ্যটির উৎপাদন দশমিক ৬৪ শতাংশ বাড়তে পারে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন