বিসিএল ফাইনাল নির্ধারণী রাউন্ড

ফিরছেন সাইফ-মিরাজ বিশ্রামে তামিমরা

ক্রীড়া প্রতিবেদক

চোটের কারণে বিসিএলের (বাংলাদেশ ক্রিকেট লিগ) আগের রাউন্ডগুলো খেলতে পারেননি দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন মেহেদী হাসান মিরাজ। তবে দ্বিতীয় রাউন্ড শুরুর আগ থেকে ফেরার প্রক্রিয়ায় ছিলেন তারা। এবার ফিট হয়েই বিপিএলের তৃতীয় রাউন্ডের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন দুজন। বিসিএলে ফিরলেও দুজনের চোখ থাকবে মূলত জাতীয় দলের দিকে। আজ থেকে মাঠে গড়াচ্ছে তৃতীয় ফাইনাল নির্ধারণী রাউন্ডের খেলা।

বিশ্রামে থাকায় তৃতীয় রাউন্ডের স্কোয়াডে নেই পাকিস্তান সফরে দলে থাকা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ মুমিনুল হকের মতো বড় নাম। বিয়ের কারণে ছুটিতে গিয়েছেন সৌম্য সরকার এবং চোটের কারণে আল আমিনও থাকছেন না। পাকিস্তান সফরের ১৪ জনের টেস্ট স্কোয়াড থেকে রাউন্ডে খেলবেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান নাইম হাসান। তবে রাউন্ডে বড় তারকা হিসেবে আছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফের জাতীয় দলে ফেরার কথা রয়েছে জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যানের।

ফাইনালে ওঠার লড়াইয়ে কক্সবাজারে দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে মধ্যাঞ্চল। কক্সবাজারের আরেক ভেনুতে পূর্বাঞ্চলের সঙ্গে দ্বৈরথে নামবে উত্তরাঞ্চল। প্রথম দুই রাউন্ড শেষে মূলত রাউন্ড দিয়েই ঠিক হবে কোন দুদল ২১ ফেব্রুয়ারির ফাইনালে খেলবে। প্রথম দুই রাউন্ড শেষে ১৬.৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ। দ্বিতীয় স্থানে অবস্থান করা পূর্বাঞ্চলের সংগ্রহ ১৩.০৬ পয়েন্ট। . পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মধ্যাঞ্চল। সবার নিচে থাকা উত্তরের ঝুলিতে পয়েন্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন