তৃতীয় প্রান্তিকে কোল ইন্ডিয়ার মুনাফা কমেছে ১৪ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

২০১৯-২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে একীভূত নিট মুনাফা ১৪ দশমিক শতাংশ কমার কথা জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কয়লা খনি কোম্পানি কোল ইন্ডিয়া। খবর ইকোনমিক টাইমস।

এক বিবৃতিতে খনি কোম্পানিটি জানিয়েছে, চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোল ইন্ডিয়ার একীভূত নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় হাজার ৯২৪ কোটি রুপি। এছাড়া গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে নিট বিক্রি দশমিক শতাংশ কমে ২১ হাজার ৫৬৬ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির অপরিশোধিত কয়লা উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৭৫ লাখ টন। এক বছর আগের একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ১৫ লাখ ৬০ লাখ টন। তৃতীয় প্রান্তিকে মোট কয়লা বিক্রি দশমিক ১৫ শতাংশ কমে ১৪ কোটি ১৫ লাখ টনে দাঁড়িয়েছে। এক বছর আগের একই সময় বিক্রির পরিমাণ ছিল ১৫ কোটি ৪১ লাখ টন।

এদিকে গতকাল কোল ইন্ডিয়ার শেয়ারদর দশমিক শূন্য শতাংশ বেড়ে শেয়ারপ্রতি ১৮১ রুপি ৩০ পয়সায় দাঁড়ায়।

উল্লেখ্য, কোম্পানিটিতে ভারত সরকারের মালিকানা রয়েছে ৬৯ দশমিক শূন্য শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন