নতুন কোনো উড়োজাহাজের অর্ডার নেই বোয়িংয়ের কাছে

বণিক বার্তা ডেস্ক

জানুয়ারিতে নতুন কোনো উড়োজাহাজের অর্ডার পায়নি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। যেখানে গত বছরের একই সময়ে ৪৫টি উড়োজাহাজের অর্ডার পেয়েছিল প্রতিষ্ঠানটি। তাদের বোয়িং ৭৩৭-ম্যাক্স মডেলের উড়োজাহাজ ভূপতিত হওয়ার পর তাদের ব্যবসায় প্রভাব পড়েছে বলে জানা যায়। ২০২০ সালের জানুয়ারিতে আগে অর্ডার করা ১৩টি উড়োজাহাজ সরবরাহ করা হয়েছে, অথচ গত বছরের সময়ে ৪৬টি উড়োজাহাজ সরবরাহ করা হয়েছিল। খবর এএফপি।

বোয়িং জানিয়েছে, ২০১৯ সালের মার্চে দুটি মারাত্মক দুর্ঘটনা সম্পর্কিত নেতিবাচক সংবাদের কারণে মন্দা ভাব এসেছে। দুই দশকের মধ্যে জানুয়ারিতেই এত বড় সংকটে পড়ল প্রতিষ্ঠানটি। এখন উড়োজাহাজের অর্ডার গ্রহণ বন্ধ আছে এবং সাময়িকভাবে এর উৎপাদনও বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী সময়ে সংস্কার কার্যক্রমের পর পুনরায় বাজারে ছাড়া হবে ম্যাক্স মডেলের উড়োজাহাজ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন