ভিয়েতনামে জানুয়ারিতে গাড়ি বিক্রি ৫২ শতাংশ কমেছে

ভিয়েতনামের গাড়ি বিক্রিতে কয়েক মাস ধরেই মন্দা ভাব চলছে। এর মধ্যে গত জানুয়ারিতে গাড়ি বিক্রির হার কমে গেছে ৫২ শতাংশ। ভিয়েতনাম অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, জানুয়ারিতে ভিয়েতনামের গাড়ি বিক্রি হয়েছে ১৫ হাজার ৭৮৭ ইউনিট। ব্যাক্তিগত গাড়ির বিক্রি কমে ১২ হাজার ৮০৭ ইউনিটে নেমে এসেছে। বাণিজ্যিক ব্যবহারের উপযোগী গাড়ির বিক্রি কমে হাজার ৭৫৭ ইউনিটে পৌঁছেছে। এছাড়া বিশিষ্ট কাজে ব্যবহারের জন্য তৈরি গাড়ির বিক্রিও ৪১ শতাংশ কমে গেছে।

ভিয়েতনামে স্থানীয়ভাবে তৈরি গাড়ির বিক্রি ৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে হাজার ৫৯৯ ইউনিটে। এছাড়া আমদানীকৃত গাড়ির বিক্রিও গত ডিসেম্বরের তুলনায় ৫৪ শতাংশ কমেছে বলে জানিয়েছে ভিয়েতনাম অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

গাড়ি ব্যবসায় মন্দা ভাবের মধ্যেই ভিয়েতনাম সপ্তাহব্যাপী চান্দ্র নববর্ষের ছুটি পার করল। তবে ফোর্ড ভিয়েতনামের পরিচালক ফাম ভ্যান ডংয়ের বরাত দিয়ে ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, গাড়ির নতুন মডেলের সরবরাহ এবং বিপণন কার্যক্রম বিস্তৃত হলে ব্যবসা নতুন করে ঘুরে দাঁড়াবে। ফেব্রুয়ারি থেকে চলতি বছর গাড়ি বিক্রি ১০-২০ শতাংশ বাড়বে।

উল্লেখ্য, ২০১৯ সালে দশমিক বিলিয়ন ডলার মূল্যের গাড়ি আমদানি করেছিল ভিয়েতনাম। সূত্র: সিনহুয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন