সংসদে প্রশ্নোত্তর

প্রস্তাবিত বিদেশী বিনিয়োগের তুলনায় প্রকৃত বিনিয়োগ কম

নিজস্ব প্রতিবেদক

গত পাঁচ বছরে প্রস্তাবের তুলনায় বিদেশী বিনিয়োগ তুলনামূলকভাবে কম হয়েছে। ২০১৪ সালে যেখানে প্রস্তাবের প্রায় দ্বিগুণ বিনিয়োগ এসেছিল, সেখানে ২০১৮ সালে প্রস্তাবের অর্ধেকের কিছু বেশি বিনিয়োগ হয়েছে। ২০১৭ সালের প্রস্তাবনার তুলনায় বিনিয়োগ পরিস্থিতি ছিল আরো কম। গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক উপস্থাপিত তথ্যে চিত্র দেখা গেছে। অবশ্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী প্রস্তাবের তুলনায় বিনিয়োগ কমার বিষয়টি মানতে নারাজ।

এর আগে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা তার প্রশ্নে নিবন্ধনের তুলনায় প্রকৃত বিনিয়োগ কম হচ্ছে উল্লেখ করে তথ্য সত্য কিনা জানতে চান। সত্য হলে বিনিয়োগ বাড়াতে সরকারের পদক্ষেপ কী হবে।

উত্তরে মোজাম্মেল হক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে পাঁচ বছরের নিবন্ধিত প্রস্তাবিত বিনিয়োগ প্রকৃত বিনিয়োগ তুলে ধরেন। মন্ত্রীর তথ্যানুযায়ী ২০১৪ সালে ৯৩৬ দশমিক ৯৩৫ মিলিয়ন ডলার প্রস্তাবের বিপরীতে প্রকৃত বিনিয়োগ এসেছে হাজার ৫৫১ দশমিক ২৮ মিলিয়ন ডলার, ২০১৫ সালে ৫৬২ দশমিক ৩০৩ মিলিয়ন ডলার প্রস্তাবের বিপরীতে প্রকৃত বিনিয়োগ এসেছে হাজার ২৩৫ দশমিক ২৯ মিলিয়ন ডলার, ২০১৬ সালে ১১ হাজার ৩২১ দশমিক শূন্য ৫৪ মিলিয়ন ডলার প্রস্তাবের বিপরীতে প্রকৃত বিনিয়োগ এসেছে হাজার ৩৩২ দশমিক ৭২ মিলিয়ন ডলার, ২০১৭ সালে ১০ হাজার ৪৬৯ দশমিক ৯৭ মিলিয়ন ডলার প্রস্তাবের বিপরীতে প্রকৃত বিনিয়োগ এসেছে হাজার ১৫১ দশমিক ৫৬ মিলিয়ন ডলার এবং ২০১৮ সালে হাজার ১৬৬ দশমিক ৮২২ মিলিয়ন ডলার প্রস্তাবের বিপরীতে প্রকৃত বিনিয়োগ এসেছে হাজার ৬১৩ দশমিক ৩০ মিলিয়ন ডলার।

সময় মোজাম্মেল হক বলেন, বিদেশী বিনিয়োগ বাড়াতে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে। দেশে বিনিয়োগের জন্য আকর্ষণীয় প্রণোদনাও দিচ্ছে সরকার।

এদিকে প্যালেস্টাইন ইস্যুতে মার্কিন পরিকল্পনা নিয়ে বাংলাদেশের নীরবতায় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন। তিনি বলেন, প্যালেস্টাইন সমস্যা দীর্ঘদিনের এবং প্যালেস্টাইন সমস্যা সমাধানের ব্যাপারে বাংলাদেশের নীতি হচ্ছে প্যালেস্টাইনিদের সংগ্রামে সমর্থন করা। সেই প্যালেস্টাইন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ডিল অব সেঞ্চুরি নামে একটি পরিকল্পনা প্রকাশ করেছেন, যা প্যালেস্টাইনিদের ওপর আঘাত আসতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রকাশের পরও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা উদ্বেগজনক। ট্রাম্পপ্রীতির কারণেই কি পররাষ্ট্রমন্ত্রী নিশ্চুপ? বিষয়ে তিনি সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন।

সমবায় ব্যাংকের ১৯৪ কোটি টাকা ঋণ আনাদায়ী: বাংলাদেশ সমবায় ব্যাংকের ১৯৩ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার ঋণ অনাদায়ী রয়েছে। এর মধ্যে কৃষি ঋণ ৩৬ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার টাকা, প্রকল্প ঋণ ১০ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকা, প্রকল্প ঋণ (মহিলা) ৫৩ লাখ ৮২ হাজার টাকা, কনজিউমার্স ঋণ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার টাকা, পার্সোনাল ঋণ ৫৫ কোটি ৯৪ লাখ হাজার টাকা স্বর্ণ বন্ধকি ঋণ ৮১ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা। সরকারি দলের সংসদ সদস্য একেএম রহমতউল্লাহর প্রশ্নের উত্তরে তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় (পল্লী উন্নয়ন সমবায় বিভাগ) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন