আফগানিস্তানে শান্তি চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র-তালেবান

বণিক বার্তা ডেস্ক

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একটি চুক্তি চূড়ান্তের কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র তালেবান এর আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি দুই পক্ষের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি কথা জানিয়েছেন আগামী দিনগুলোতে দেশটিতে সহিংসতা কমতে পারে বলে তালেবানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন খবর এএফপি

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে গত এক বছরের বেশি সময় ধরে আলোচনায় লিপ্ত রয়েছে ওয়াশিংটন চুক্তি চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটবে

মার্কিন সেনা প্রত্যাহারের বিনিময়ে বিভিন্ন নিরাপত্তা নিশ্চয়তা দিতে যাচ্ছে তালেবান পাশাপাশি কাবুল সরকারের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরু করতে পারে জঙ্গি গোষ্ঠীটি

মঙ্গলবার রাতে টুইটারে এক বার্তায় আফগান প্রেসিডেন্ট বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ফোনালাপে তালেবানের সঙ্গে চলমান শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার কথা জানিয়েছেন সময় তিনি দেশে সহিংসতার মাত্রা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে তালেবানের প্রস্তাব সম্পর্কে অবহিত করেছেন উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তালেবানের মধ্যে আলোচনাটি দোহায় অনুষ্ঠিত হচ্ছে

এদিকে পাকিস্তানে তালেবানের এক সূত্র জানিয়েছে, তালেবানের গুরুত্বপূর্ণ পদধারীরা হামলা কমিয়ে আনার সুপারিশ করেছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন