৫০তম পর্বে তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’

ফিচার প্রতিবেদক

আজ ৫০তম পর্বে পদার্পণ করতে যাচ্ছে তুরস্কের ধারাবাহিক জননী জন্মভূমি। দীপ্ত টিভির পর্দায় এদিন রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিশেষ এ পর্বটি। এছাড়া ধারাবাহিকটি শনি থেকে শুক্রবার নিয়মিত প্রচার হয় চ্যানেলটিতে।

জননী জন্মভূমির এ সপ্তাহের গল্প এগিয়ে যাবে এভাবে: ইলদিযের মত না থাকলেও গোপনে মুস্তফা সামির সঙ্গে ইলদিযের বিয়ে হয়। অন্যদিকে মুস্তফা সামির পিছু নিয়েছে চতুর গ্রিক ব্রিগেডিয়ার স্টাভরোস! তুর্কি জাতীয়তাবাদে বিশ্বাসী এই চিকিক কি গ্রিকদের হাত থেকে বাঁচতে পারবে? জেভদেত গোপন অস্ত্রগুলোর সন্ধান পেয়ে সেগুলো উদ্ধার করে এশরেফ পাশার হাতে তুলে দিতে চায়। কিন্তু গোপনে আরেক দল তুর্কি অস্ত্রগুলো হাতিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে! ওরা কারা? এশরেফ পাশা আর মুস্তফা কামাল পাশার উদ্দেশ্য এক হওয়া সত্ত্বেও এশরেফ পাশা কেন কামাল পাশার সঙ্গে হাত মেলাতে চাইছেন না? ইস্তাম্বুল থেকে কামাল পাশার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, এ কথা জানার পর সাধারণ তুর্কি জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল সুলতানের পক্ষে, আরেক দল কামাল পাশার পক্ষে। পাশা এবার তাহলে কোন কৌশল বেছে নেবেন? মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে এফতালিয়া, এবার কি তাহলে তেভফিকের সব গোপন কথা ফাঁস হতে যাচ্ছে?

জননী জন্মভূমি ধারাবাহিকে কণ্ঠাভিনয় করেছেন দীপক সুমন (জেভদেত), রুবাইয়া মতিন গীতি (আজিযে), সা্ঈদ সুমন (তেভফিক) প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন