শূন্য ৩ আসনে উপনির্বাচন ২১ মার্চ: ইসি

বণিক বার্তা অনলাইন

ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২১ মার্চ। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে ইসি সচিব মো. আলমগীর নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন। 

গত ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ইউনুস আলী সরকার (৬৭) মারা যান। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন (৮৫) মারা যান ৯ জানুয়ারি। তাদের মৃত্যুতে দুটি আসন শূন্য হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন শেখ ফজলে নূর তাপস। ১ জানুয়ারি তিনি এই সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। 

সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সচিব বলেন, তিন আসনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই ২৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ ফেব্রুয়ারি। এসব আসনে প্রতীক বরাদ্দ করা হবে ১ মার্চ। তিনি বলেন, তিনটি আসনের উপ-নির্বাচনের মধ্যে কেবল ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। এতে অন্য নির্বাচনেরর মতো সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেয়া হবে না।

ইসি সচিব আলমগীর আরো বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন