সিংড়ায় জীববৈচিত্র্যসমৃদ্ধ জলাভূমি সংরক্ষণবিষয়ক আলোচনা

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

নাটোরের সিংড়ায় বিশ্ব জলাভূমি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা বৃহত্তর চলনবিলে জীববৈচিত্র্যসমৃদ্ধ জলাভূমি সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জীববৈচিত্র্যসমৃদ্ধ জলাভূমি সংরক্ষণ করি প্রতিপাদ্য সামনে রেখে গতকাল উপজেলা পরিষদ হলরুমে এসব কর্মসূচি পালিত হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এবং স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এর আয়োজন করে। সভায় ভবিষ্যৎ প্রজন্ম টেকসই উন্নয়নের লক্ষ্যে জলাভূমি সংরক্ষণের বিষয়টি প্রাধান্য দেয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান। মূল আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক . এফএম আলী হায়দার।

সময় আরো উপস্থিত ছিলেন ইউএনও মোছা. নাসরিন বানু, অতিরিক্ত পুলিশ সুপার সিংড়া সার্কেল জামিল আকতার, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার, ওসি (তদন্ত) সেলিম রেজা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন