সিম্পোজিয়ামে রুবানা হক

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে

নিজস্ব প্রতিবেদক

বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল শিল্পবিপ্লব উপযোগী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে। পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দিতে হবে তরুণ-তরুণীদের। গতকাল বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) যৌথ উদ্যোগে চতুর্থ শিল্পবিপ্লবের ওপর সিম্পোজিয়ামে অংশ নিয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে আগামী ২০ বছরে দেশে শ্রম খাতে ব্যাপক পরিবর্তন আসবে। এতে তৈরি পোশাকসহ শ্রমঘন বিভিন্ন খাতে প্রচুর মানুষ চাকরি হারাবে। এজন্য মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী বাহিনী তৈরি করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় ঘটাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএইচআরএম এর প্রেসিডেন্ট মোহাম্মদ মাশেকুর রহমান খান ও  বৈদেশিক কর্মসংস্থান কাউন্সিল (বিএফইসি) সভাপতি এম নাইম হোসেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন