আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ পেতে যাচ্ছে রোহিঙ্গা শিশুরা

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গা শিশুরা আনুষ্ঠানিক শিক্ষাগ্রহণের সুযোগ পেতে যাচ্ছে। বাংলাদেশ সরকার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের কারিকুলামেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গা গণহত্যা রোধে মিয়ানমারকে আদেশ দেয়ার প্রায় এক সপ্তাহ পর রোহিঙ্গা বিষয়ে সরকার গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গাবিষয়ক সেলের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিষয়ে বিস্তারিত পদ্ধতি এখনো নির্ধারণ করা হয়নি। রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের কারিকুলামে শিক্ষা দেয়া হবে। যাতে মিয়ানমারে ফেরার পর তারা সেখানে খাপ খাইয়ে নিতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন