৬৪% ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, প্রচারণা শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তরের ৮৭৬ দক্ষিণের ৭২১টি নিয়ে ঢাকার দুই সিটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে হাজার ৪৬৮টি। এর মধ্যে হাজার ৫৯৭টিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সে হিসাবে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার দুই সিটিতে ভোটকেন্দ্রগুলোর ৬৪ শতাংশই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে দুই সিটি মিলিয়ে ঝুঁকিমুক্ত বা সাধারণ কেন্দ্র রয়েছে ৮৭১টি। এদিকে নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র, সাধারণ কাউন্সিলর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সব ধরনের প্রচারণা আজ শেষ হচ্ছে মধ্যরাত থেকে।

ঝুঁকিপূর্ণ এসব ভোটকেন্দ্রে অতিরিক্ত দুজন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সে অনুযায়ী প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ সাধারণ কেন্দ্রে ১৬ জন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।

জানা গেছে, নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ছয়জন অস্ত্রসহ পুলিশ (একজন এসআই পাঁচজন এএসআই, কনস্টেবল), দুজন অস্ত্রসহ অঙ্গীভূত আনসার, ১০ জন লাঠিসহ অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য (চারজন নারী ছয়জন পুরুষ) মোতায়েন থাকবে। অন্যদিকে সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ চারজন পুলিশ (এসআই/এএসআই একজন তিনজন কনস্টেবল), দুজন অস্ত্রসহ অঙ্গীভূত আনসার, ১০ জন লাঠিসহ অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য (চারজন নারী ছয়জন পুরুষ) মোতায়েন করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, উত্তর নির্বাচনের হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ৮৭৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৪৪২টি কেন্দ্র সাধারণ হিসেবে ঘোষণা করেছে।

বিষয়ে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, উত্তর সিটিতে ৮৭৬টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের দিকে বাড়তি নজর রাখা হবে।

অন্যদিকে দক্ষিণ সিটিতে মোট কেন্দ্র হাজার ১৫০টি। দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, দক্ষিণে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭২১টি আর সাধারণ কেন্দ্র ৪২৯টি। নির্বাচনের দিকে যত দিন এগিয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র তত বেড়েছে। আমরা বলি গুরুত্বপূর্ণ আর আপনারা (গণমাধ্যম) বলেন ঝুঁকিপূর্ণ কেন্দ্র। গোয়েন্দা সংস্থা থেকে ইসিকে তথ্য জানানো হয়েছে। সে হিসেবে ইসি ওইসব কেন্দ্রে সতর্ক দৃষ্টি রাখবে।

এদিকে নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সব ধরনের প্রচারণা আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে। তাই শেষ মুহূর্তে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীদের অংশগ্রহণে তুঙ্গে উঠেছে প্রচারণা। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানী শহরে।

ভোট সামনে রেখে নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে নিরাপত্তাচৌকি। ভোটারদের নিরাপত্তা আর ভোটদান নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি আনসার মিলে ৫০ হাজারের বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনে মাঠে কাজ করছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন