পেছাল প্রিমিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার ফুটবল লিগ চলতি মাসে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেল। গতকাল পেশাদার লিগ কমিটির জরুরি সভায় আগামী ১৩ ফেব্রুয়ারি লিগ শুরুর দিন ধার্য করা হয়।

আবাহনীর এএফসি কাপ প্লে-অফ ম্যাচের কথা বিবেচনা করে ক্লাব প্রতিনিধিদের সম্মতিতে ১৩ ফেব্রুয়ারি লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে’—গতকাল জরুরি সভা শেষে বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।

এএফসি কাপের প্লে-অফ ম্যাচে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। ফেব্রুয়ারি ঢাকায় প্রথম লেগ খেলবে প্রিমিয়ার লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা। ১২ ফেব্রুয়ারি ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। তার পরদিন শুরু হবে প্রিমিয়ার লিগ।

এবারের লিগের খেলাগুলো সাত ভেনুতে অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামকে হোম ভেনু করেছে সাত ক্লাবআবাহনী, আরামবাগ, শেখ জামাল, রহমতগঞ্জ, পুলিশ, ব্রাদার্স উত্তর বারিধারা। বসুন্ধরা নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম, শেখ রাসেল সিলেট জেলা স্টেডিয়াম, সাইফ স্পোর্টিং ক্লাব ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, চট্টগ্রাম আবাহনী বন্দর নগরীর এমএ আজিজ স্টেডিয়াম মোহামেডান কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে হোম ভেনু করেছে।

এবার লিগের মাঝপথেই অনূর্ধ্ব-১৮ ক্লাব লিগ স্বাধীনতা কাপ আয়োজনের ঘোষণা দিলেন আবদুস সালাম মুর্শেদী, ‘ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার ফাঁকেই কিন্তু এফএ কাপ অনুষ্ঠিত হয়। আমরা সেভাবেই স্বাধীনতা কাপ অনূর্ধ্ব-১৮ লিগ আয়োজন করব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন