রাজবাড়ীতে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীতে সিআইডি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মামলায় অন্য নয় আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা দায়রা  জজ মাসুদ করিম রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাংশা উপজেলার রবিউল ইসলাম, আকমল, কুদ্দস, বুলু, জালাল উদ্দিন, ডালিম তপন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ। 

আদালত সূত্রে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ২০১১ সালের ১০ নভেম্বর রাজবাড়ীর পাংশা উপজেলার পাতুরিয়া গ্রামে সিআইডি পুলিশের এসআই আব্দুর রাজ্জাককে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। ওই সময় নিহতের স্বজন স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পরদিন ১১ নভেম্বর পাংশা থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী মোছা. রোকেয়া রাজ্জাক।

মামলায় রোকেয়া রাজ্জাক জানান, তার স্বামী বাংলাদেশ পুলিশের সিআইডিতে নারায়গঞ্জ জেলায় কর্মরত ছিলেন। ২০১১ সালের নভেম্বর তারা পরিবারের সব সদস্য মিলে ঈদুল আজহার ছুটি কাটাতে গ্রামের বাড়িতে আসেন। সময় তারা স্বামীর ক্রয়কৃত জমিতে একটি ছাপড়াঘর তোলা দেখে অবাক হয়ে যান। পরে জানতে পারেন স্থানীয় প্রভাবশালী নাদের খানের ছেলে রফিকুল ইসলাম খান ওই ঘর তুলেছেন। পরদিন সকাল সাড়ে ৭টায় তার স্বামী ঘর তোলার কারণ জানতে চাইলে তারা সংঘবদ্ধ হয়ে লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে এসআই আব্দুর রাজ্জাককে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন