‘ম্যাট্রিক্স’-এর চতুর্থ কিস্তিতে যোগ দিচ্ছেন প্রিয়াংকা চোপড়া!

ফিচার ডেস্ক

দুনিয়া কাঁপানো সায়েন্স ফিকশন চলচ্চিত্র সিরিজ ম্যাট্রিক্স-এর চতুর্থ কিস্তিতে অভিনয়ের জন্য চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। গত বুধবার সংবাদমাধ্যম ভ্যারাইটি বিষয়টি নিশ্চিত করেছে। তবে ছবিটিতে প্রিয়াংকা চোপড়াকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে, তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছুই জানানো হয়নি। যদি ছবিটিতে প্রিয়াংকা অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন, তাহলে কিয়ানু রিভস, ক্যারি-অ্যান মস, ইয়াহিয়া আবদুল মতিন নিল প্যাট্রিক হ্যারিসের মতো শিল্পীদের সঙ্গে তাকে কাজ করতে দেখা যাবে, যারা এরই মধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।

ম্যাট্রিক্স নির্মাণ করবেন লানা ওয়াচৌস্কি, যিনি এর আগে সাইফাই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি সিরিজের আরো তিনটি ছবি নির্মাণ করেছেন তার বোন লিলির সঙ্গে। ওয়ার্নার ব্রাদার্স ভিলেজ রোডশো পিকচার্স প্রযোজিত ছবিটি আগামী বছরের ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

১৯৯৯ সালে ম্যাট্রিক্স সিরিজের প্রথম ছবি দ্য ম্যাট্রিক্স মুক্তি পায়। সায়েন্স ফিকশন ছবির ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা হিসেবে ম্যাট্রিক্সকে বিবেচিত করা হয়।

এদিকে ম্যাট্রিক্স ছাড়া প্রিয়াংকার লাইনআপে আরো দুর্দান্ত কিছু আন্তর্জাতিক প্রকল্প রয়েছে। অভিনেত্রীকে দেখা যাবে নেটফ্লিক্সের সুপারহিরো ছবি উই ক্যান বি হিরোজ-, ছবিটি নির্মাণ করবেন রবার্ট রদ্রিগেজ। এছাড়া নেটফ্লিক্সের অরিজিনাল দ্য হোয়াইট টাইগার-এও পিসিকে দেখা যাবে। অরিজিনালটি লেখক অরবিন্দ আদিগারদ্য হোয়াইট টাইগারগ্রন্থের অ্যাডাপ্টেশন। অন্যদিকে রুশো ব্রাদার্স নির্মিত অ্যামাজনের ছবি সিটাডেল-এও অভিনয় করবেন ভারতীয় অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছর ম্যাট্রিক্স সিরিজের যাত্রার ২০ বছর পূর্তি হয়। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর সিরিজটির প্রথম কিস্তি মুক্তি পেয়ে বিশ্বে আলোড়ন তোলে। তখন ৪৬০ মিলিয়ন ডলারের বেশি অর্থ আয় করে নিয়েছিল ছবিটি। এরপর সিরিজের আরো দুটি পর্ব ম্যাট্রিক্স রিলোডেড ম্যাট্রিক্স রেভল্যুশনস মুক্তি পায়।

 

সূত্র: ভ্যারাইটি ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন