রুমির স্মরণে যাত্রাপালা

ফিচার প্রতিবেদক

বিশিষ্ট যাত্রা অভিনেতা যাত্রাপালার পরিচালক প্রয়াত কাজী শহিদুল ইসলাম রুমির স্মরণে গত সোমবার সন্ধ্যা ৬টায় খুলনার দৌলতপুরে বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা মঞ্চায়নের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ বসাকের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন শেখ সৈয়দ আলি, নূর ইসলাম বন্দ, শেখ মোহাম্মদ, অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যাত্রাপালা যখন হারিয়ে যাওয়ার পথে, তখন কাজী শহিদুল ইসলাম রুমির বন্ধু, সহশিল্পী বিয়নমণি থিয়েটারের উদ্যোগ সার্বিক প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে সংগীত নৃত্য পরিবেশন করেন বাসুদেব মণ্ডল, চৈতী গাঙ্গুলীসহ বিয়নমণির নিজস্ব শিল্পীরা। অনুষ্ঠানে কাজী শহিদুল ইসলাম রুমি স্মৃতি সম্মাননা স্মারক ২০২০ তুলে দেয়া হয় যাত্রা অভিনেতা আবু ইউসুফ খান প্যাটেলের হাতে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীফ খান।

অনুষ্ঠানে সব শেষে প্রদর্শিত হয় রুমির প্রিয় যাত্রাপালা ব্রজেন্দ্র কুমার দে রচিতকহিনুর এটি পরিচালনা করেছেন রুমির বন্ধু গোপালচন্দ্র শীল। এতে অভিনয় করেছেন শেখ মোস্তফা জাহের দুলাল, গোপালচন্দ্র শীল, মো. মান্নু, কণিকা পোদ্দার, রিজিয়া, মিলি, কল্পনা, প্রদীপ কুমার, রণজিত কুমার বিশ্বাস, অজিত বিশ্বাস, হুমায়ুন, আমজাদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন