বিমানের নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সাজ্জাদুল হাসান বিমানের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিমান) মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, সাজ্জাদুল হাসানকে বিমানের চেয়ারম্যান নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর মেয়াদ শেষ হওয়ায় সাজ্জাদুলকে ওই পদে নিয়োগ দেয়া হয়েছে বলে জানান মোশাররফ। পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বাদে অন্য পদে কোনো পরিবর্তন করা হয়নি।

প্রসঙ্গত, বিমানের পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মো. খুরশেদ আলম, বিমান বাহিনীর সহকারী প্রধান (অপারেশন), সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিজিএমইএর সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিবুল আলম, ইমারজিন রিসোর্সেস লিমিটেডের চার্টার্ড অ্যাকাউন্ট্যাট নূর- খোদা আব্দুল মবিন এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক সিইও।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন