বছরজুড়ে মুজিব বর্ষ উদযাপন করবে ইউল্যাব

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বাঙালির আত্মপরিচয়ের সঠিক ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গতকাল রাজধানীর ধানমন্ডি ইউল্যাব ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক . রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ডা. এইচএম জহিরুল ইকবাল, মুজিব বর্ষ উদযাপন কমিটির সমন্বয়ক ইউল্যাবের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহযোগী অধ্যাপক . সোহানা মঞ্জুর প্রমুখ।

সংবাদ সম্মেলনে অধ্যাপক . রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে শিক্ষক শিক্ষার্থীর মাঝে তুলে ধরতে বছরজুড়ে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর থেকে প্রায় তিন দশক বাংলাদেশের স্বাধীনতার বিকৃত ইতিহাস পরিবেশন করা হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইউল্যাব শিক্ষার্থী শিক্ষকদের মাঝে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধুর নেতৃত্বে কীভাবে জাতি স্বাধীনতা অর্জন করল তা তুলে ধরবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন