‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কেউ রাজনীতি করতে পারে না’

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে অস্বীকার করে দেশে কেউ রাজনীতি করতে পারে না। জনমত জরিপেই উঠে এসেছে, দেশের ৮৬ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থাশীল। আর দেশের মাত্র শতাংশ মানুষ বিএনপির প্রতি আস্থাশীল। বিএনপি তাদের সঙ্গে থাকা স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রথমে স্পিকার . শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা দাবি জানান। আলোচনায় অংশ নেন সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিন, সরকারি দলের নেছার আহমদ, মজাহারুল হক প্রধান, সেলিম আলতাফ জর্জ, আনোয়ারুল আজিম আনার, আহসানুল ইসলাম টিটু, বেগম জাকিয়া পারভীন খানম, আবু জাহির, বেগম ফেরদৌসী ইসলাম, মোজাফফর হোসেন জাতীয় পার্টির নাজমা আখতার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন