বিসিএল শুরু ৩১ জানুয়ারি

ক্রীড়া প্রতিবেদক

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসর শুরু ৩১ জানুয়ারি। এবারে সিঙ্গেল লিগের আসরে অংশ নেবে চারটি দল। চার বছর পর সিঙ্গেল লিগে ফিরছে বিসিএল।

এবার খেলবেন জাতীয় তারকাদের প্রায় সবাই। তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, আফিফ হোসেনকে ধরে রেখেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। মুশফিকুর রহিমকে ধরে রেখেছে উত্তরাঞ্চল। দলটিতে যোগ দিয়েছেন লিটন দাস। দক্ষিণাঞ্চলে খেলবেন মাহমুদউল্লাহ। মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার মোহাম্মদ মিঠুনকে নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন মধ্যাঞ্চল।

গতকাল সম্পন্ন হয়েছে এরর বিসিএলের ড্রাফট। ড্রাফটে ৫৪ জন ক্রিকেটারের ভাগ্য নিশ্চিত হয়েছে। আর ২৪ জন আছেন আগের দলেই।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে এবার মাত্র দুটো দল স্পন্সর পেয়েছে। মধ্যাঞ্চলের সঙ্গেই আছে ওয়ালটন পূর্বাঞ্চলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইসলামী ব্যাংক। এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল আরো একটি কমেছে। আগের সাত আসরে স্পন্সরড দল ছিল তিনটি। এবারে দক্ষিণাঞ্চলের পৃষ্ঠপোষকতা থেকে সরে গেছে প্রাইম ব্যাংক। তাই উত্তরাঞ্চলের মতো দক্ষিণাঞ্চলের দলও পরিচালিত হবে বিসিবির তত্ত্বাবধানে।

এবার দল পাননি বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী তুষার ইমরান। ফিটনেস টেস্টে উতরাতে পারেননি রানমেশিন। সর্বোচ্চ উইকেটশিকারি আব্দুর রাজ্জাক এবারো খেলবেন দক্ষিণাঞ্চলের হয়ে।

এবার ম্যাচ ফি হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৫ হাজার। প্রথম রাউন্ডে চট্টগ্রামে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল। মিরপুরে প্রতিদ্বন্দ্বিতা করবে পূর্বাঞ্চল মধ্যাঞ্চল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন